ঢাকা | মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩০ বৈশাখ ১৪৩১

তামিম-সাকিবের লড়াইয়ে ফুটে উঠেছে মুশফিকের প্রয়োজন

নট আউট স্টাফ
প্রকাশিত: ১৭ জুন ২০২২ ১৬:৪০

মুশফিকুর রহিম৷ ছবি সংগৃহীত মুশফিকুর রহিম৷ ছবি সংগৃহীত

নট আউট স্টাফ: অ্যান্টিগায় ২০১৮ সালে ৪৩ রানে অলআউট হওয়া দলটি বছর চারেক পর আরেকবার টেস্ট সিরিজ খেলতে প্রস্তুত একই ভেন্যুতে৷ চার বছরে বদলে যাওয়ার কথা ছিল অনেকটা৷ এর মাঝে অনেক শিক্ষা সফর করেও শেষ অবধি ফলাফল শূণ্য, বাংলাদেশ আরেকবার অলআউট মাত্র ১০৩ রানে৷ ব্যাটারদের যাওয়া আসার মিছিলে অনেকটাই উপায়হীন তামিম-সাকিব৷

প্রথমের ধ্বংস্তুপ আরেক প্রান্ত থেকে দাঁড়িয়ে দেখেছিলেন তামিম, বাকিটা লড়াইয়ের সাথে হতাশার দৃষ্টিতে তাকিয়ে সাকিব৷ দুজনে মিলে করেছেন ৮০ রান৷ যেখানে ওপেনারের ২৯ আর অধিনায়কের ৫১৷

সিনিয়র হয়েছেন মুমিনুল, লিটন, মিরাজরা৷ কোন অংশে কম নয় নাজমুল শান্ত৷ জাতীয় দলে টানা ৫ বছরের বেশি সময় কাটিয়ে দিলেও যদি সিনিয়র না হয় তাহলে কতটা পথ পাড়ি দিলে সিনিয়র হবে কিংবা সব দায়িত্ব সিনিয়ররাই নিবে এমন বিশ্লেষণ তুলে রাখা যাক, আলোচনা করা যাবে পরে কিংবা কোনদিনে৷

ব্যাটিং করা কঠিন হলেও সাকিব-তামিম চালিয়েছেন সাবলীল ব্যাট৷ শুরুতে উইকেট হারিয়ে তামিমের আক্রমণাত্মক ক্রিকেট এবং শেষ দিকে সাকিবের লড়াইয়ে মুগ্ধ সত্যিকার ক্রিকেটপ্রেমীরা৷ এমন দৃশ্য স্পষ্ট মুশফিকুর রহিমের অভাব৷ যদিও দারুণ ছন্দে থাকা মুশফিক নেই যৌক্তিক কারনে তবুও আলোচনায় আসার মূল কারন বিকল্প সোহানের অসহায় আত্মসমর্পণ৷ হয়তো দলে থাকলে বাড়তে পারতো রান সংখ্যাটা৷ খুটি হয়ে থেকে বদলে দিতে পারতো দৃশ্যপট৷ যেমনটা করেছিল ঘরের মাঠে৷

ছোট দেশের ক্ষু্দ্র ক্রিকেটীয় পাইপলাইনে অঢেল খেলোয়াড়ের যথেষ্ঠ অভাব৷ যার ফলে দলে থাকা খেলোয়াড়দের প্রতি বাড়ে প্রত্যাশার চাপ৷ টানা ব্যর্থতায় বাদ তো দূরের কথা ম্যানেজম্যান্ট সাহস দেখাতে পারেনা খেলোয়াড়দের বিশ্রাম দিয়ে৷ তাদের দূরে রেখে সুযোগ বা দিবেই কাকে৷ সুচিন্তা করলে মুশফিক তো দূর খুঁজে পাওয়া যাবে না শান্তর বিকল্প৷

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।