ঢাকা | মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩০ বৈশাখ ১৪৩১

সেই অ্যান্টিগায় আবারও জঘন্য ব্যাটিং

স্পেশাল করেসপন্ডেন্ট
প্রকাশিত: ১৭ জুন ২০২২ ১০:১৫

বাংলাদেশ উইন্ডিজ সফর৷ ছবি সংগৃহীত বাংলাদেশ উইন্ডিজ সফর৷ ছবি সংগৃহীত

স্পেশাল করেসপন্ডেন্ট: অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়াম বাংলাদেশ দলের জন্য এক বিভীষিকার নাম হয়ে গেছে। বিশেষ করে ব্যাটসম্যানদের জন্য এই মাঠ যেন মূর্তিমান আতঙ্ক। ২০১৮ সালে অ্যান্টিগায় ৪৩ রানে অলআউট হয়েছিল টাইগাররা। যা টেস্টে বাংলাদেশের সর্বনিম্ন স্কোর। চার বছর পর এই মাঠে এসে আবারও ব্যাটিং বিপর্যয়ে ডুবল বাংলাদেশ দল।


তবে ব্যাটসম্যানরা দাবি করতেই পারেন যে, কিছুটা উন্নতি হয়েছে চার বছরের ব্যবধানে। এবং সেই উন্নতিটা ৬১ রানের।


অ্যান্টিগায় দুঃস্বপ্নের ব্যাটিং পিছু ছাড়েনি বাংলাদেশের। বৃহস্পতিবার প্রথম ইনিংসে ১০৩ রানে অলআউট হয়ে গেছে বাংলাদেশ। ইনিংসটা স্থায়ী হয়েছে মাত্র ৩২.৫ ওভার।


ইনিংসে বাংলাদেশের ৬ ব্যাটসম্যান ‘ডাক’ মেরেছেন। যা টেস্টের এক ইনিংসে সর্বোচ্চ। ঘরের মাঠে সর্বশেষ শ্রীলঙ্কা সিরিজেই মিরপুরে বাংলাদেশের ৬ জন শূন্য রানে আউট হয়েছিলেন। ঠিক পরের টেস্টেই আবার এই লজ্জার রেকর্ডে নাম তুললো বাংলাদেশ। টেস্টে মোট তিন বার এই রেকর্ডের মালিক হলো টাইগাররা।


টসে হেরে ব্যাটিং করতে নেমেছিল বাংলাদেশ। বরাবরের মতোই ব্যর্থ টপ অর্ডার। ১৬ রানেই নেই তিন উইকেট। মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক কেউই রানের খাতা খুলতে পারেননি। হ্যামস্ট্রিং ইনজুরি কাটিয়ে ফেরা কেমার রোচের শিকার হয়েছেন জয়, শান্ত।


ইনিংসের দ্বিতীয় বলে জয় ক্যাচ দেন। বলটা কিছুটা লাফিয়ে উঠেছিল বটে। ৭ টেস্টের ক্যারিয়ারে ১১ ইনিংসে মোট ৫ বার শূন্য রানে আউট হলেন জয়। ব্যাট, প্যাডের ফাঁক গলিয়ে আবারও বল চলে গেছে, বোল্ড হয়েছেন শান্ত।
নেতৃত্বের চাপ থেকে মুক্তি মিললেও রান খরা পিছু ছাড়ছে না মুমিনুলের। অফ স্ট্যাম্পের বাইরের বল তাড়া করতে গিয়ে স্লিপে ক্যাচ দিয়েছেন তিনি। লিটন দাস উইকেটের পেছনে ক্যাচ দেন, সোহান এলবির ফাঁদে পড়েছেন।
তামিম ২৯ রান করলেও লেগ স্ট্যাম্পের বাইরের বলে ব্যাট চালিয়ে আউট হয়েছেন। বল কিপারের হাতে জমা পড়েছে। এই ইনিংসেই মুশফিকুর রহিমের পর বাংলাদেশের দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে টেস্টে ৫ হাজার রানের মাইলফলক পূর্ণ করেছেন তামিম।


বাংলাদেশের স্কোরটা একশো পার করেছেন অধিনায়ক সাকিব আল হাসান। ২৮তম হাফ সেঞ্চুরি করেছেন তিনি। নবম ব্যাটসম্যান হিসেবে আউট হওয়ার আগে সাকিব ৫১ রান করেন। লিটন ১২, মিরাজ ২, এবাদত অপরাজিত ৩ রান করেন।


ওয়েস্ট ইন্ডিজের জেডেন সিলস ও আলজারি জোসেফ ৩টি করে উইকেট পান। কেমার রোচ, কাইল মেয়ার্স ২টি করে উইকেট পান।

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।