ঢাকা | বুধবার, ১৫ মে ২০২৪, ৩০ বৈশাখ ১৪৩১

‘শূন্য'র’ ছড়াছড়িতে বিধ্বস্ত বাংলাদেশ

নট আউট ডেস্ক
প্রকাশিত: ১৭ জুন ২০২২ ০৮:৩৫

ক্যারিবীয় পেসারদের তোপে কোনঠাসা বাংলাদেশ। ছবি: গেটি ইমেজ ক্যারিবীয় পেসারদের তোপে কোনঠাসা বাংলাদেশ। ছবি: গেটি ইমেজ

নট আউট ডেস্কঃ বছর চারেক আগে ২০১৮ সালে অ্যান্টিগাতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ‘৪৩’ রানে অলআউটের লজ্জায় পড়েছিল বাংলাদেশ। যা বাংলাদেশের টেস্ট ইতিহাসে এখন পর্যন্ত সর্বনিম্ন রানে গুটিয়ে যাওয়ার রেকর্ড। সেবার ক্যারিবীয় পেসার কেমার রোচের বিধ্বংসী স্পেলের সামনে মাথানত করতে হয়েছিল বাংলাদেশকে। এরপর চারটি বসন্ত পেরিয়ে আবারও টেস্ট খেলতে সেই অ্যান্টিগাতে বাংলাদেশ দল।

আজ থেকে শুরু হওয়া দুই টেস্ট সিরিজের প্রথমটাতে, ক্যারিবীয় পেসারদের তোপে খুব একটা সুবিধাজনক অবস্থানে নেই বাংলাদেশ দল। এদিন টস হেরে আগে ব্যাট করতে নেমে মধ্যাহ্ন বিরতিতে যাওয়ার আগে বাংলাদেশ তুলেছে ৭৬ রান, হারিয়েছে ৬ উইকেট। এর মাঝে জয়,শান্ত, মুমিনুল ও সোহান চার জনের কেউই পারেনি রানের খাতাটা খুলতে।

অ্যান্টিগাতে এদিন টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। টস হেরে ব্যাট করতে নেমে আবারও সেই কেমার রোচের তোপের মুখে পড়ে বাংলাদেশ। ইনিংসের প্রথম ওভারেই ওপেনার মাহমুদুল হাসান জয়ের উইকেট তুলে নেন তিনি। ১১ ইনিংসের ছোট্ট ক্যারিয়ারে এই নিয়ে পঞ্চমবার রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরেন জয়। 

পরের ওভারে এসে ফের টাইগারদের ডেরায় আঘাত হানেন রোচ। এবার তার শিকার হন নাজমুল হাসান শান্ত। তিনে নামা এই ব্যাটারও রানের খাতা খোলার আগেই ফিরেন সাজঘরে। শান্তর বিদায়ের পর সদ্য বিদায়ী অধিনায়ক মুমিনুল হক আসেন ব্যাট করতে। নেতৃত্বের ভার থেকে মুক্তি পাওয়া মুমিনুল এরপরেও পারেননি ব্যর্থতার বলয় ভাঙতে। একমাত্র প্রস্তুতি ম্যাচে শূন্য রানে ফেরা, মুমিনুল এবারও ফিরলেন রানের খাতা খোলার আগেই সিলসের বলে ব্ল্যাকউডের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরেন তিনি।

বাকিদের এমন আসা যাওয়ার মিছিলে একপ্রান্ত আগলে রাখেন ওপেনার তামিম ইকবাল খান। দিনের শুরুতে এই ওপেনার লড়েছেন একাই, ছুঁয়েছেন মাইলফলকও। অ্যান্টিগায় ব্যাট করতে নামা তামিমের ১৯ রান দরকার ছিল টেস্টে ৫ হাজার রানের এলিট ক্লাবে ডুকতে। দলের ব্যাটিং বিপর্যয়েও অনেকটা আগ্রাসী ভঙ্গিতেই রান তুলে তামিম ছুঁয়ে ফেলেন ৫ হাজার রানের গণ্ডি। তাতেই মুশফিকুর রহিমের পর, দ্বিতীয় বাংলাদেশি হিসেবে টেস্টে এমন কীর্তি গড়েন তিনি।

এদিকে ১৬ রানে তিন উইকেট খুইয়ে বসা বাংলাদেশকে, চর্তুথ উইকেট জুটিতে স্বপ্ন দেখান তামিম ও লিটন। তবে এর মাঝেই বাঁধ সাধলেন ক্যারিয়ার পেসার আলজারি জোসেফ। ওয়ানডে মেজাজে রান তুলতে থাকা তামিমকে ফিরিয়ে বাংলাদেশ শিবিরে বড় ধাক্কাটাই দেন তিনি। ফলে ৪৩ বলে ২৯ রান করে সাজঘরে ফিরেন এই ড্যাশিং ওপেনার।

তামিমের বিদায়ের পরের ওভারেই সাজঘরে ফিরেন ইনফর্ম লিটন দাসও। ১২ রান করা লিটন দাসকে ফেরান কাইল মায়ার্স। এরপর নুরুল হাসান সোহানকেও শূন্য রানে ফেরান তিনি। দলীয় ৪৬ রানের মধ্যেই ৬ উইকেট হারিয়ে ফের বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। এরপর সপ্তম উইকেট জুটিতে দলের হাল ধরেন অধিনায়ক সাকিব আল হাসান ও মেহেদি হাসান মিরাজ।

এই দু'জনের দৃঢ়তায় লাঞ্চের আগে আর কোন উইকেট হারাতে হয়নি বাংলাদেশকে। শেষ পর্যন্ত বোর্ডে ৭৬ রান তুলেই মধ্যাহ্ন ভোজে যান দু'জন। ওয়ানডে মেজাজে ব্যাট করতে থাকা সাকিব ১টি করে চার ও ছক্কায় ৩৯ বলে অপরাজিত আছেন ২৭ রান করে। অন্যদিকে সংগ্রাম করতে থাকা মিরাজ ২১ বল খেলে ২ রানে অপরাজিত আছেন। 

 

 

-নট আউট/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।