ঢাকা | মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ২৯ বৈশাখ ১৪৩১

সবাইকে ভুল প্রমাণের সুযোগ: সাকিব

স্পেশাল করেসপন্ডেন্ট
প্রকাশিত: ১৬ জুন ২০২২ ২১:৪৯

সাকিব আল হাসান। ফাইল ছবি সাকিব আল হাসান। ফাইল ছবি

স্পেশাল করেসপন্ডেন্ট: ১৩ বছর আগে (২০০৯ সালে) ওয়েস্ট ইন্ডিজেই প্রথমবার দৈবক্রমে বাংলাদেশের টেস্ট দলের অধিনায়ক হয়েছিলেন সাকিব আল হাসান। নিয়মিত অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা ইনজুরিতে পড়লে নেতৃত্বের দায়িত্ব পান সাকিব। ২০১৮ সালে দ্বিতীয় দফা বাংলাদেশের টেস্ট অধিনায়ক হয়ে প্রথম সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজেই গিয়েছিলেন বাঁহাতি এ অলরাউন্ডার। 

এবার তৃতীয়বার এই গুরুভার পালনে সাকিবের নতুন যাত্রাটাও এই ক্যারিবিয়ানেই হচ্ছে। আজ তার নেতৃত্বেই অ্যান্টিগায় সিরিজের প্রথম টেস্টে ক্যারিবিয়ানদের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ দল।

সম্প্রতি টেস্টে বাংলাদেশের সময়টা ভালো যাচ্ছে না। ঘরের মাঠে শ্রীলঙ্কার ১-০ তে টেস্ট সিরিজে হেরেছিল টাইগাররা। তাছাড়া এই ক্যারিবিয়ানেই ২০১৮ সালের সফরে দুই টেস্টেই বাজেভাবে হেরেছিল সাকিব বাহিনী। এমনকি ৪৩ রানে অলআউট হওয়ার লজ্জাও সঙ্গী হয়েছিল বাংলাদেশের।

বাংলাদেশের টেস্ট অধিনায়ক মনে করেন, সবাই এখন টেস্ট দলকে নিয়ে নেতিবাচক ভাবছে, কারণ রেজাল্ট নেই। এখনই দলটার সামনে সুযোগ পারফর্ম করে সবাইকে ভুল প্রমাণ করার। অ্যান্টিগায় সিরিজের প্রথম টেস্ট থেকেই সাদা পোশাকে ঘুরে দাঁড়ানোর প্রক্রিয়া শুরু করতে চান সাকিব।

বুধবার ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে বাংলাদেশের অধিনায়ক বলেছেন, ‘টেস্টে আমরা সাম্প্রতিক সময়ে ভালো খেলছি না। এটা একটা সুযোগ সবাইকে ভুল প্রমাণ করার, আমরা এই টেস্ট ম্যাচটাতে খুব ভালো করে এখান থেকে শুরু করতে পারি পুরো সিরিজের জন্য।’

টেস্ট সিরিজের আগে প্রস্তুতি ম্যাচেই খেলেননি সাকিব। যদিও নিজের প্রস্তুতি নিয়ে চিন্তিত নন তিনি। টেস্টের জন্য নিজের প্রস্তুতি নিয়ে সাকিব বলেছেন, ‘প্রস্তুতির দিক থেকে আমি ভালো অবস্থায় আছি। ফর্ম নিয়েও খুব একটা চিন্তিত না, শ্রীলঙ্কার বিপক্ষে শেষ দুইটা ম্যাচ ভালো খেলেছি। আমি নিজের ফর্ম নিয়ে তাই খুব বেশি চিন্তিত না। এখানে দলের পারফরম্যান্সটাই বেশি জরুরি, যেটা আমরা করতে চাচ্ছি।’

ক্যারিবিয়ানে এবার টেস্ট সিরিজে ভালো করতে দলের তরুণ ক্রিকেটারদের দিকে তাকিয়ে আছেন অধিনায়ক সাকিব। সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘কয়েকজন নতুন ছেলে আছে। (মাহমুদুল হাসান) জয় আমাদের ওপেনার, নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকায় ও ভালো করেছে। এটা তার জন্য আরেকটা চ্যালেঞ্জ। একই সঙ্গে তার সক্ষমতা আছে বাংলাদেশ ক্রিকেটে ভালো কিছু করার।’

সোহান, মিরাজদের কথা উল্লেখ করে সাকিব আরও বলেন, ‘(রেজাউর রহমান) রাজা নতুন পেসার, আমরা যার দিকে দেখতে পারি। আরও কয়েকজন ছেলে আছে। মিরাজ দলে ফিরেছে, এটা আমাদের জন্য বড় বুস্ট। (নুরুল হাসান) সোহান আরেকজন, যে আসা যাওয়ার মধ্যে আছে। ঘরোয়া ক্রিকেটে দারুণ ফর্মে আছে, আশা করি সে এটা আন্তর্জাতিক ক্রিকেটে এনে বাংলাদেশকে আনন্দ এনে দিতে পারে।’

উল্লেখ্য, অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে আজ বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে প্রথম টেস্ট।

 

-নট আউট/এমজেএ/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।