ঢাকা | মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩০ বৈশাখ ১৪৩১

বিজয় ক্যারিবিয়ানে যাচ্ছেন আগামীকাল

স্পেশাল করেসপন্ডেন্ট
প্রকাশিত: ১৬ জুন ২০২২ ২১:৩২

৮ বছর পর টেস্ট দলে ফিরেছেন বিজয়। ফাইল ছবি ৮ বছর পর টেস্ট দলে ফিরেছেন বিজয়। ফাইল ছবি

স্পেশাল করেসপন্ডেন্টঃ মুশফিকুর রহিম নেই, ছুটিতে গেছেন হজব্রত পালনের জন্য। মুশফিকের জায়গায় মিডল অর্ডারে ভরসা ধরা হয়েছিল ইয়াসির আলী রাব্বিকে। কিন্তু পিঠের ইনজুরির কারণে ওয়েস্ট ইন্ডিজ সফরের দুই টেস্টের দল থেকে ছিটকে পড়েছেন তিনি। প্রথম টেস্টের আগে দেশ থেকে বদলি পাঠানো সম্ভব ছিল না। তবে ইয়াসিরের বদলি হিসেবে আলোচনায় ছিল এনামুল হক বিজয়ের নাম। 

নির্বাচকদের পছন্দে সায় দিয়েছে উইন্ডিজে থাকা টিম ম্যানেজমেন্ট। তাই ইয়াসিরের বদলি হিসেবে ওয়েস্ট ইন্ডিজ সফরে দ্বিতীয় টেস্টের বাংলাদেশ দলে ডাক পেয়েছেন বিজয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিসিবি।

দ্বিতীয় টেস্টের আগেই দলের সঙ্গে যোগ দিবেন বিজয়। বিসিবি জানিয়েছে, আগামীকাল শুক্রবার ওয়েস্ট ইন্ডিজ যাবেন ডানহাতি এ ওপেনার। অবশ্য টি-২০, ওয়ানডে দলের ক্রিকেটারদের সঙ্গে আগামী ২২ জুন ক্যারিবিয়ানে যাওয়ার কথা ছিল বিজয়ের। সেই লক্ষ্যেই অনুশীলন করছিলেন তিনি।

কিন্তু এখন হুট করে টেস্ট দলে ডাক পাওয়ায় আগামীকালই ক্যারিবিয়ানের উদ্দেশ্যে বিমানে চড়তে হচ্ছে বিজয়কে।

আট বছর পর বাংলাদেশের টেস্ট দলে ফিরলেন এই তরুণ টপ অর্ডার ব্যাটসম্যান। ২০১৪ সালে সর্বশেষ বাংলাদেশের হয়ে টেস্ট খেলেছেন বিজয়। চার টেস্টে ৭৩ রান করেই বাদ পড়েছিলেন তিনি।

 

-নট আউট/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।