ঢাকা | বুধবার, ১৫ মে ২০২৪, ৩০ বৈশাখ ১৪৩১

এবার টেস্ট দলে ডাক পাচ্ছেন বিজয়

স্পেশাল করেসপন্ডেন্ট
প্রকাশিত: ১৬ জুন ২০২২ ০৩:১৩

ইয়াসির রাব্বির বদলি হিসেবে ক্যারিবিয়ানে আগেই উড়াই দিচ্ছেন বিজয়। ফাইল ছবি ইয়াসির রাব্বির বদলি হিসেবে ক্যারিবিয়ানে আগেই উড়াই দিচ্ছেন বিজয়। ফাইল ছবি

স্পেশাল করেসপন্ডেন্ট: ঘরোয়া ক্রিকেটে রানের জোয়ার বইয়ে দিয়ে, দুরন্ত ধারাবাহিকতায় রান করে বাংলাদেশ জাতী দলে ফিরেছেন এনামুল হক বিজয়। সর্বশেষ ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে রেকর্ড গড়া এই ডানহাতি ওপেনারকে ওয়েস্ট ইন্ডিজ সফরে বাংলাদেশ দলে ফেরানো হয়েছে। ওয়ানডে ও টি-২০ দলে আছেন বিজয়।

বর্তমানে মিরপুর স্টেডিয়ামে সতীর্থদের সঙ্গে সাদা বলের দুই ফরম্যাটের জন্য অনুশীলন করছেন তিনি। প্রস্তুতিটা ওয়ানডে, টি-২০’র জন্যই। কিন্তু পিঠের ইনজুরিতে ইয়াসির আলী রাব্বি দুই টেস্ট থেকে ছিটকে পড়েছেন। তাতেই কপাল খুলছে বিজয়ের। 

এবার টেস্ট দলেও ডাক পাচ্ছেন এ তরুণ ব্যাটসম্যান। দ্বিতীয় টেস্টের দলে অন্তর্ভুক্ত করা হচ্ছে বিজয়কে। ইয়াসিরের বদলি হয়ে টেস্ট দলে যোগ দিতে দ্রুতই দেশ ছাড়বেন এই ওপেনার।

জানতে চাইলে জাতীয় দলের নির্বাচক হাবিবুল বাশার সুমন বুধবার এ সম্পর্কে বলেছেন, ‘আমাদের টি-২০, ওয়ানডে দলের ক্রিকেটাররা যাবে ২২ তারিখ। এখন ওখানে তো সোহান, মোসাদ্দেক আছে। নতুন কাউকে পাঠালেও সে প্রথম টেস্ট ধরতে পারবে না। দ্রুতই আমরা জানাবো।’

নির্বাচকরা চান দ্বিতীয় টেস্টের আগে বিজয়কে পাঠাতে। এখন টিম ম্যানেজমেন্টের সম্মতি পেলেই সিদ্ধান্ত চূড়ান্ত হবে। হাবিবুল বাশার সুমন বলেন, ‘বিজয়ের বিষয়টা চিন্তা-ভাবনায় আছে। ক্যারিবিয়ানে টিম ম্যানেজমেন্টের সঙ্গে আলাপ করে সিদ্ধান্ত নেয়া হবে।’ 

উল্লেখ্য, আগামী ২৪ জুন সেন্ট লুসিয়ায় উইন্ডিজদের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টেস্ট খেলতে নামবে বাংলাদেশ দল।

 

 

-নট আউট/এমজেএ/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।