ঢাকা | বুধবার, ১৫ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১

নিজের সামর্থ্য নিয়ে দ্বিধায় পড়েছিলেন সাইফউদ্দিন

স্পেশাল করেসপন্ডেন্ট
প্রকাশিত: ১৩ জুন ২০২২ ০৩:৩৩

মোহাম্মদ সাইফউদ্দিন ৷ ছবি সংগৃহীত মোহাম্মদ সাইফউদ্দিন ৷ ছবি সংগৃহীত

স্পেশাল করেসপন্ডেন্ট: ইনজুরি ও মোহাম্মদ সাইফউদ্দিন ক্যারিয়ার যেন পরস্পরের সমার্থক হয়ে পড়েছে। দেশের অন্যতম প্রতিভাবান তরুণ এ পেস বোলিং অলরাউন্ডার ক্যারিয়ারের শুরু থেকেই ইনজুরির সঙ্গে লড়ছেন। তাই তো আন্তর্জাতিক ক্রিকেটে স্থায়ী হতে পারছেন না। তার ক্যারিয়ারও বারবার বাধাগ্রস্ত হচ্ছে।


একটা সময় নাকি নিজের সামর্থ্যরে প্রতিই সন্দেহ তৈরি হয়েছিল সাইফউদ্দিনের মনে। ইনজুরির ভয়েই এমনটা হয়েছে। পরে ইংল্যান্ডে গিয়ে স্ক্যান করায় কেটেছে দুর্ভাবনা।


বাংলাদেশ দলে ২০১৭ সালে অভিষেকের পর ওয়ানডে, টি-২০ তে ২৯ টি করে ম্যাচ খেলেছেন সাইফউদ্দিন। গত বছর টি-২০ বিশ্বকাপের মাঝপথে দেশে ফিরেছিলেন তিনি পিঠের ইনজুরি নিয়ে। সেই চোট কাটিয়ে দলে ফিরেছেন এ তরুণ। ওয়েস্ট ইন্ডিজ সফরের দলেও ডাক পেয়েছেন তিনি।


তবে ইনজুরির বিচারে নিজেকে অন্য সব পেসারের তুলনায় বেশিই দুর্ভাগাই মনে করেন সাইফউদ্দিন। অবশ্য ইনজুরিকে এখন জীবনের অংশ ধরে নিয়েই পথ চলছেন তিনি।

রোববার সাইফউদ্দিন বলেছেন, ‘আসলে প্রত্যেকটা মানুষের জীবনে ব্রেক থাকেই। আপনি যদি ঢাকায় গাড়ি চালান, একই গতিতে চালাতে পারবেন? ব্রেক দিতেই হবে। তো প্রত্যেকটা মানুষের জীবন (আলাদা), যারা অনেক ভাগ্যবান, দীর্ঘ সময় খেলে যেতে পারে ইনজুরি ছাড়া, দল থেকে খুব কম বের হয়। অধিকাংশ পেস বোলারই ইন এন্ড অফ থাকে। তো এটা জীবনেরই অংশ।’


এবার জাতীয় দলে কতদিন টানা খেলতে পারবেন? তরুণ এ পেস বোলিং অলরাউন্ডার বলেছেন, ‘জানি না আবার কতদিন খেলতে পারব। পারফরম্যান্স বা ইনজুরির একটা বিষয় আছে। চেষ্টা তো করছি, তবে কি হবে না হবে সেটা কারো হাতে নেই। তো এটা মাথায় নিয়ে কাজ করা বা এগিয়ে যাওয়া। কিছুটা ব্যাডলাক। হয়তোবা আর পাঁচটা পেস বোলারের চেয়ে আমিই কিছু আনলাকি। তবে এটা জীবনের অংশ। এটা মেনে নিয়েই চলছি।’
ইনজুরির ভয় এতটাই প্রবল ছিল যে, নিজেকে নিয়েও সংশয়ে পড়ে গিয়েছিলেন সাইফউদ্দিন।

তিনি বলেন, ‘এতদিন কিছুটা দ্বিধায় ছিলাম যে আমার ভেতর কিছু আছে কিনা। বিসিবির অধীনে ইংল্যান্ডে গিয়ে স্ক্যান দেখে দেখা যায় আমার কিছু হয়নি। তাই কিছুটা আত্মবিশ্বাস নিয়ে বোলিং করছি এখন। সামনে বিশ্বকাপ আছে। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ আছে। পারফরম্যান্সের পাশাপাশি সুস্থ থাকাটা খুব গুরুত্বপূর্ণ আমার জন্য।’


ক্যারিবিয়ানে যাওয়ার আগে এখন মিরপুর স্টেডিয়ামে ফিটনেসের কাজই বেশি করছেন সাইফউদ্দিন। নিজের বর্তমান অবস্থা জানিয়ে তিনি আজ বলেছেন, ‘অনুশীলন, রিহ্যাব, জিম করছি, এতদিন যেভাবে করে এসেছি। একই প্রক্রিয়া অনুসরণ করছি। হয়তো স্কিলটা ওভাবে শুরু করিনি। ১৫ তারিখের পর থেকে শুরু করব। ফিটনেস বলেন রিহ্যাব বা জিম, এখন এগুলো নিয়মিত করছি।’

 

-নট আউট/এমজেএ/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।