ঢাকা | বুধবার, ১৫ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১

‘ডিউক’ বলে মুস্তাফিজ প্রথম, ডোনাল্ড আশাবাদী পেসারদের মানিয়ে নেওয়াতে

নট আউট ডেস্ক
প্রকাশিত: ১২ জুন ২০২২ ২০:২২

মুস্তাফিজুর রহমান৷ ছবি সংগৃহীত মুস্তাফিজুর রহমান৷ ছবি সংগৃহীত

নট আউট ডেস্ক: মুস্তাফিজ কতদিন আগে সাদা পোষাকের সংস্করণে ব্যাটারদের পরীক্ষা নিয়েছে এমন প্রশ্নের সঠিক উত্তর অনেকের হয়তো অনেকের অজানা৷ তবে উত্তর জানা কিংবা না জানা মূখ্য নয় মোটেও৷ বাস্তবতা হলো শেষ এক বছরে কোন টেস্ট ম্যাচ না খেলা মুস্তাফিজ এবারের উইন্ডিজ সফরে তাসকিন- শরিফুলের অনুপস্থিতিতে বড় আস্থার নাম৷ মূল সিরিজ শুরুর আগে প্রস্তুতি ম্যাচে তামিমের দূর্দান্ত ব্যাটিংয়ের পাশাপাশি ইবাদতের মনমুগ্ধকর বোলিং৷ তবুও আগ্রহের জায়গা থেকে অনেকের নজড় ছিলো কাটার মাস্টারের দিকে৷ তবে তিনি খেলছেন না প্রস্তুতি ম্যাচ৷ কি কারনে তা নিয়েই এবারের আলোচনা৷

বাংলাদেশসহ পুরো ক্রিকেট বিশ্বে পাঁচদিনের ক্রিকেটে ব্যবহৃত হয় কুকাবুরা বল৷ তবে ভিন্নতা রয়েছে যে দুই দেশে তার একটি উইন্ডিজ৷ সেখানে খেলা হয় ডিউক বলে৷ এর আগের সফরে ফিজ খেলেননি টেস্ট৷ ফলে সখ্যতা নেই ডিউক বলের সাথে৷ তাই পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড কাজ করেছেন আলাদা করে৷

মূলত কুকাবুরা বলের সেলাইয়ের চেয়ে ডিউক বলের সেলাই কিছুটা উঁচু থাকে৷ ফলে অভ্যস্ত না থাকলে ভালো করা কষ্টকর৷ বড় দায়িত্ব পালন করতে হবে বিধায় ফিজকে দেখা যায়নি প্রস্তুতি ম্যাচে৷

ডোনাল্ড বলছিলেন, ‘এবার কুকাবুরা থেকে ডিউক বলে যাওয়ার পালা। এই বলের সঙ্গে আমি বেশ পরিচিত। ইংল্যান্ডে দীর্ঘদিন কাউন্টি ক্রিকেট ও টেস্ট খেলেছি এই বলে। এই বলের সিম বেশ খাড়া। যার সঙ্গে আমাদের বোলারদের মানিয়ে নিতে হবে।’

২০২১ সালের ফেব্রুয়ারি মাসে সর্বশেষ টেস্ট খেলেছেন মুস্তাফিজ, প্রায় দেড় বছর আগে চট্টগ্রামে সেই টেস্টে প্রতিপক্ষ ছিল এই উইন্ডিজ। এই দীর্ঘ সময়ে লাল বলের সঙ্গে সম্পর্কটা মলিন হয়েছে বাঁহাতি পেসারের। এমনকি প্রায় এক মাসের ওপরে ছুটিতে ছিলেন মুস্তাফিজ। এ সময় কোনোপ্রকার অনুশীলনও করেননি তিনি।

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।