ঢাকা | বৃহঃস্পতিবার, ১৬ মে ২০২৪, ১ জ্যৈষ্ঠ ১৪৩১

টেস্টে শতক ও জয়ের চেয়ে ভালো কিছু নেই: ম্যাথিউস

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৮ মে ২০২২ ০১:২৬

বাংলাদেশ সফরের সিরিজ সেরা ম্যাথিউস৷ ছবি সংগৃহীত বাংলাদেশ সফরের সিরিজ সেরা ম্যাথিউস৷ ছবি সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম টেস্টে ১৯৯ রানে যাত্রা থামলেও ব্যাটের ছন্দ কমেনি মিরপুর টেস্টে৷ সাগরীকায় দ্বিতীয় ইনিংসে শূণ্য করা ম্যাথিউস ঢাকা টেস্টে হাকিয়েছেন ক্যারিয়ারের ১৩তম শতক৷ দুই ম্যাচেই দলের প্রয়োজনে দূর্দান্ত করার ফলে নির্বাচিত হয়েছে সিরিজ সেরা৷

সিরিজ সেরা ও নিজের ছন্দে থাকা প্রসঙ্গে ম্যাচ শেষে ম্যাথিউস বলেন, একটা টেস্ট ম্যাচে শতক ও জয়ের চেয়ে ভালো কিছু হতে পারে না৷ চট্টগ্রাম টেস্টের সাথে মিরপুর টেস্টের যদিও তুলনা করা ঠিক নয় তবুও সেখানকার মত এখানে ব্যাটিং সহায়ক উইকেট হওয়া কাজ অনেকটা সহজ হয়েছে৷

নিজ দলের পেসারদের কল্যাণে সিরিজ জিতেছে দল এটি অস্বীকার করেননি ম্যাথিউস৷ তিনি বলেন, যদিও পেসারদের জন্য কাজটি কঠিন ছিল তবুও তারা দারুণ বল করেছে৷ জয়ের পেছনে তাদের অবদান অনেক বেশি৷

মিরপুর টেস্টে দুই ইনিংসে ১৪৪ রান খরচে ১০ উইকেট নেওয়া ফার্নান্দো হয়েছেন ম্যাচ সেরা৷ ম্যাচ শেষে ম্যাচের নায়ক বলেন, আমাদের পরিকল্পনা ছিল যতবেশি সম্ভব ভালো জায়গায় বল করা৷ আমাদের পরিকল্পনায় সফল হতে আত্মবিশ্বাস বৃদ্ধি করেছে উইকেটে থাকা ঘাস৷

ম্যাচের নায়ক হলেও ফার্নান্দো ধন্যবাদ জানাতে ভুলেনি কাসুন রাজিথাকে৷ তিনি বলেন, রাজিথা বিশেষ ধন্যবাদ পাওয়ার যোগ্য৷ সে অপর প্রান্ত থেকে নিজের সর্বোচ্চ করেছে বলেই আমার কাজটিও সহজ হয়েছে৷ আমরাও সিরিজ জিতেছি৷

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।