ঢাকা | বুধবার, ১৫ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১

জাতীয় দলে ফিরলেন বিজয়, টেস্টে মুস্তাফিজ

নট আউট ডেস্ক
প্রকাশিত: ২৩ মে ২০২২ ০৭:০৭

ডিপিএলে ভালো খেলার পুরষ্কার পেলেন এনামুল হক বিজয়। ফাইল ছবি ডিপিএলে ভালো খেলার পুরষ্কার পেলেন এনামুল হক বিজয়। ফাইল ছবি

স্পেশাল করেসপন্ডেন্টঃ ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য বাংলাদেশ দল ঘোষণা করেছে বিসিবি। রোববার রাতে বাংলাদেশের তিন ফরম্যাটের জন্য তথা টেস্ট, ওয়ানডে ও টি-২০ ঘোষণা করা হয়েছে। পূর্ণাঙ্গ সিরিজ খেলতে আগামী মাসেই উড়াল দিবে বাংলাদেশ দল। 

তিন ফরম্যাটেই বড় চমক নেই। টেস্টে ১৬, ওয়ানডেতে ১৭ ও টি-২০ তে ১৫ সদস্যের দল দিয়েছেন নির্বাচকরা। ঘরোয়া ক্রিকেটের পারফরম্যান্সের কারণে এনামুল হক বিজয়ের দলে ফেরাটা অনুমিতই ছিল। সীমিত ওভারের দুই ফরম্যাটে আছেন তিনি। সঙ্গে ফিরেছেন পেস বোলিং অলরাউন্ডার সাইফউদ্দিন।

সাকিব আল হাসানকে তিন ফরম্যাটেই রাখা হয়েছে। যদিও শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্ট শেষেই ক্যারিবিয়ানে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ থেকে বিসিবির কাছে আনুষ্ঠানিকভাবে ছুটি চাইবেন বাঁহাতি এ অলরাউন্ডার।

অনেক আলোচনার পর টেস্ট দলে রাখা হয়েছে মুস্তাফিজুর রহমানকে। তিন ফরম্যাটেই আছেন এ বাঁহাতি পেসার। তার পাশাপাশি তিন ফরম্যাটে ডাক পেয়েছেন নুরুল হাসান সোহান, লিটন কুমার দাস, ইয়াসির আলী চৌধুরী, মোসাদ্দেক হোসেন সৈকত।

তাসকিন আহমেদকে শুধু ওয়ানডেতে এবং শরীফুল ইসলাম রয়েছেন সীমিত ওভারের দুই ফরম্যাটে। 

 

একনজরে বাংলাদেশের ওয়েস্ট ইন্ডিজ সফরের স্কোয়াড:

বাংলাদেশের টেস্ট স্কোয়াড: মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, লিটন দাস, মোসাদ্দেক হোসেন সৈকত, ইয়াসির আলী চৌধুরী, তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, এবাদত হোসেন চৌধুরী, সৈয়দ খালেদ আহমেদ, রেজাউর রহমান রাজা, শহিদুল ইসলাম, মুস্তাফিজুর রহমান ও নুরুল হাসান সোহান।

বাংলাদেশের ওয়ানডে স্কোয়াড: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, ইয়াসির আলী চৌধুরী, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, মোসাদ্দেক হোসেন সৈকত, কাজী নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, এবাদত হোসেন চৌধুরী, নাসুম আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন, এনামুল হক বিজয়।

বাংলাদেশের টি-টোয়েন্টি স্কোয়াড: মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), মুনিম শাহরিয়ার, লিটন দাস, এনামুল হক বিজয়, সাকিব আল হাসান, আফিফ হোসেন ধ্রুব, মোসাদ্দেক হোসেন সৈকত, নুরুল হাসান সোহান, ইয়াসির আলী চৌধুরী, শেখ মেহেদী হাসান, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, শহিদুল ইসলাম, নাসুম আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন।

 

 

-নট আউট/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।