ঢাকা | বৃহঃস্পতিবার, ১৬ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১

মুস্তাফিজের দাবি, কখনো বলিনি টেস্ট খেলবো না

স্পেশাল করেসপন্ডেন্ট
প্রকাশিত: ২২ মে ২০২২ ১৯:০৯

টেস্ট খেলতে আগ্রহী মুস্তাফিজ৷ ছবি সংগৃহীত টেস্ট খেলতে আগ্রহী মুস্তাফিজ৷ ছবি সংগৃহীত

স্পেশাল করেসপন্ডেন্ট: টেস্ট খেলা নিয়ে তার অনাগ্রহটা নতুন নয়। টেস্টে তার পারফরম্যান্সও সন্তোষজনক নয়। আবার বিভিন্ন সময়ে টেস্ট দলে থাকলেও সাইড বেঞ্চে বসে থাকার অভিজ্ঞতা হয়েছে তার। কারণ টেস্টের জন্য আলাদা পেস আক্রমণ গড়তে চেয়েছিল বিসিবি। যেখানে তার নাম ছিল না। তাই তো বিসিবির চুক্তিতে লাল বলে সাইন করেননি মুস্তাফিজুর রহমান।


কিন্তু সময়ের প্রয়োজনে টেস্ট থেকে দূরে থাকা সম্ভব হচ্ছে না বাঁহাতি পেসারের। ওয়েস্ট ইন্ডিজ সফরেই টেস্ট খেলতে হচ্ছে তাকে। এবং তিনি খেলতে প্রস্তুতও।


বাংলাদেশের অভিজ্ঞ এ পেসার সংবাদমাধ্যমে দাবি করেছেন, তিনি কখনোই বলেনি যে টেস্ট খেলবেন না।


মুস্তাফিজ বলেছেন, ‘আমি কখনোই বলিনি যে আমি টেস্ট খেলবো না। যদি বিসিবি আমাকে চায়, আমি দলের জন্য অবশ্যই টেস্ট খেলতে প্রস্তুত আছি।’


কাটার মাস্টার আরও বলেন, ‘আমার কাছে জানতে চাওয়া হয়েছিল (টেস্ট খেলার ব্যাপারে), আমি হ্যাঁ বলেছি। আমাদের দুজন বোলার ইনজুরিতে আছে।’ যদিও টেস্ট না খেলার কারণে সমালোচনার মুখে পড়তে হয়েছিল মুস্তাফিজকে।


আইপিএল মিশন শেষে আজই দেশে ফেরার কথা রয়েছে মুস্তাফিজের। কারণ তার দল দিল্লি ক্যাপিটালস প্লে-অফে উঠতে পারেনি।
একই সময়ে তাসকিন আহমেদ, শরীফুল ইসলামের ইনজুরির কারণেই বিসিবি হাত বাড়িয়েছিল মুস্তাফিজের দিকে। দুজনই উইন্ডিজ সফরে টেস্ট খেলতে পারবেন না। তাই ২৬ বছর বয়সী এ পেসারকে ফিরতে হচ্ছে টেস্ট ক্রিকেটে।

 

-নট আউট/এমজেএ/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।