ঢাকা | বৃহঃস্পতিবার, ১৬ মে ২০২৪, ১ জ্যৈষ্ঠ ১৪৩১

মাশরাফি এমপি হওয়ায় স্বপ্ন ভেঙ্গেছে পাপনের!

নিউজ ডেস্ক
প্রকাশিত: ২২ মে ২০২২ ০৮:৪০

বিসিবি প্রধানের সঙ্গে দেশ সেরা অধিনায়ক৷ ছবি সংগৃহীত বিসিবি প্রধানের সঙ্গে দেশ সেরা অধিনায়ক৷ ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক: বাংলাদেশ ক্রিকেট দলকে বদলে দেওয়ার কারিগর মাশরাফি বিন মর্তুজা৷ মাঠের লড়াইয়ে সকলকে এক সুতোয় বেঁধে পাড়ি দিয়েছেন অনেক দূর্গম পথ৷ সকলকে করেছেন সাহসী৷ মুক্ত আকাশে লড়াইয়ে এখন সবার সেরা টিম বাংলাদেশ৷ বিশেষ করে একদিনের ক্রিকেটের সুপার লিগের পয়েন্ট তালিকায় তাই প্রমাণ করে৷ মাঠের নেতা মাশরাফি এখন সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন নড়াইল বাসীর৷ সংসদ সদস্য হয়েও তিনি চালিয়ে যাচ্ছেন ক্রিকেট৷

মাশরাফিকে নিয়ে বিসিবি প্রধান নাজমুল হাসান পাপনের ছিল ভিন্ন পরিকল্পনা৷ তবে সেটিকে বাস্তবে প্রয়োগ করতে সবচেয়ে বড় বাঁধা ছিল সংসদ সদস্য পদ৷ মূলত মাশরাফির অবসরের পর জাতীয় দলের ম্যানেজার হিসেবে নিয়োগ দিতে চেয়েছিলেন বিসিবি বস্৷

একটি বেসরকারী টেলিভিশনের সঙ্গে আলাপনে নাজমুল হাসান পাপন পরবর্তী প্রেসিডেন্ট পদে মাশরাফীর সম্ভাবনা নিয়ে বলেন, ‘প্রথমত মাশরাফীর এ পদে আগ্রহ আছে কি না এ নিয়ে আমার যথেস্ট সন্দেহ রয়েছে।’

‘দ্বিতীয় আরেকটা বিষয় হচ্ছে, বোর্ড প্রেসিডেন্ট পদটা এখন বেশ কমপ্লিকেটেড (জটিল)। এখানে এখন প্রচুর প্রেশার (চাপ)। সুতরাং, সে এটা নেবে কি না এটা নিয়ে আমার সন্দেহ আছে।’

নাজমুল হাসান পাপন বলেন, ‘অনেকেই আমার কাছে এসে অনুরোধ করে যে, ডিরেক্টর হতে চায় তারা। কিন্তু এটা কি এত সহজ! আপনাকে প্রথমে কাউন্সিলর হতে হবে। খেলা রিলেটেড যে কোনো কিছুর সঙ্গে সম্পৃক্ত থাকতে হবে। একটা ক্লাব চালাতে হবে।

তবে মাশরাফী ডিরেক্টর পদে নির্বাচনে দাঁড়ালে নিশ্চিতভাবেই জিতে যাবে। কিন্তু এরপর প্রেসিডেন্ট হতে পারবে কি না এটা সিউর না। পাপন বলেন, আমার কাছে মনে হয় মাশরাফী রাজনীতিতে অনেক ব্যস্ত হয়ে পড়েছে। এর বাইরে ক্রিকেট নিয়ে এত সময় কোথায় পাবে?’

মাশরাফীকে নিয়ে একটা ইচ্ছা ছিল পাপনের। আলাপনে উঠে এসেছে সেই প্রসঙ্গও। তিনি বলেন, ‘আমার একটা ইচ্ছা ছিল ও ক্রিকেট ছাড়ার তাকে দলের ম্যানেজার বানিয়ে দেবো। কিন্তু সে তো এমপি হয়ে গেছে। একজন এমপিকে কিভাবে ম্যানেজার বানাবো।

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।