ঢাকা | বুধবার, ১৫ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১

মুস্তাফিজের অজুহাত টিকছে না

স্পেশাল করেসপন্ডেন্ট
প্রকাশিত: ২২ মে ২০২২ ০৬:২৪

ইচ্ছে না থাকলেও টেস্টে ফিরতে হচ্ছে মুস্তাফিজকে৷ ছবি সংগৃহীত ইচ্ছে না থাকলেও টেস্টে ফিরতে হচ্ছে মুস্তাফিজকে৷ ছবি সংগৃহীত

স্পেশাল করেসপন্ডেন্ট: বাংলাদেশের হয়ে মুস্তাফিজুর রহমানের টেস্ট অভিষেক ২০১৫। গত সাত বছরে ১৪ টেস্ট খেলে ৩০ উইকেট নিয়েছেন তিনি। কিন্তু সাদা বলের দুই ফরম্যাটে মনোযোগী হতে টেস্ট থেকে সরে আসার চিন্তা করেছেন মুস্তাফিজ। বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে টেস্টে রাখা হয়নি তাকে।


কিন্তু তারপরও টেস্টে তাকে ফেরানো নিয়েই গত কিছুদিন দেশের ক্রিকেটে অনেক আলোচনা-সমালোচনা চলছে। মূলত টেস্টের দুই নিয়মিত ফাস্ট বোলার তাসকিন আহমেদ ও শরীফুল ইসলাম একই সময়ে ইনজুরিতে পড়েছেন। তাদেরকে পাওয়া যাবে না ওয়েস্ট ইন্ডিজ সফরের টেস্ট সিরিজে।


তাই এ ফরম্যাটে ডাক পড়েছে মুস্তাফিজের। এবং ক্যারিবিয়ানে তাকে টেস্ট খেলতেই হবে। যদিও আইপিএলের ক্লান্তির কারণে টেস্ট খেলতে চাইছিলেন না তিনি।


টেস্ট খেলার বিষয়ে মতামত জানতে চেয়ে ২৬ বছর বয়সী এ পেসারকে সম্প্রতি চিঠি দিয়েছে বিসিবি। অবশ্য মুস্তাফিজ চিঠির জবাব সরাসরিই দিতে চান। আইপিএল শেষ করে ফিরলেই তার সঙ্গে আলোচনা হবে বিসিবি কর্তাদের। তার আগেই তাকে রেখে আগামীকাল ওয়েস্ট ইন্ডিজ সফরের বাংলাদেশ দল ঘোষণা হতে যাচ্ছে বিসিবি।


শুধু উইন্ডিজ সফরেই মুস্তাফিজকে আপাতত চাইছে বিসিবি। তবে দীর্ঘ মেয়াদে তাকে বিবেচনা করা হবে না হয়তো। মিরপুর স্টেডিয়ামে শনিবার বিসিবির ক্রিকেট অপারেশন্স বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস বলেছেন, ‘এটাতো পরিষ্কার যে আমরা চাচ্ছি মুস্তাফিজ খেলুক টেস্টে, অন্তত ওয়েস্ট ইন্ডিজে। আমরা তাকে জানিয়েছি যে আমরা তোমাকে চাই, তো দেখা যাক কি বলে। এটা কালকের মধ্যে পরিষ্কার হয়ে যাবে। আগামীকাল দল পাবেন, সেখানে বুঝতে পারবেন।’


তাসকিন-শরীফুলের ইনজুরির কারণে ডাক পড়েছে মুস্তাফিজের। জালাল ইউনুস বলেন, ‘আমরা বলেছি তাকে খেলতে, মুস্তাফিজ তো চাচ্ছিলো না খেলতে। আমরা বলেছি কারণ আমাদের দুইটা ফ্রন্ট লাইন বোলার নাই। খুব গুরুত্বপূর্ণ দুইটা বোলার নাই। আমরা মনে করি মুস্তাফিজের সার্ভিস খুবই গুরুত্বপূর্ণ এখানে। তার সমর্থনটা অনেক দরকার।’


আইপিএলের ক্লান্তিকেই নাকি অজুহাত হিসেবে তুলে ধরেছেন মুস্তাফিজ। তাই টেস্ট খেলতে চাইছিলেন না এ তরুণ পেসার। এ প্রসঙ্গে বিসিবির পরিচালক জালাল ইউনুস বলেন, ‘তার যুক্তি হল সে ওখানে (আইপিএলে) আছে দুই মাস ধরে। বলছে তার লম্বা একটা সময় চলে যাচ্ছে। এখানে তার সময় নিয়ে নিচ্ছে বেশি। ফিজিক্যালি সে হয়তো বলতে পারে ফিট না।’

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।