ঢাকা | বৃহঃস্পতিবার, ১৬ মে ২০২৪, ১ জ্যৈষ্ঠ ১৪৩১

অবসর নেওয়ার পরিকল্পনা নেই: মুশফিক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯ মে ২০২২ ০৫:০১

মুশফিকুর রহিম৷ ছবি সংগৃহীত মুশফিকুর রহিম৷ ছবি সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক: ব্যাট হাতে মুশফিককে দেখা মানেই স্বস্তি৷ দারুণভাবে নিজের পরিশ্রমকে কাজে লাগিয়ে দলকে টেনে নিয়ে যাওয়া বড় দায়িত্ব এই ব্যাটারের৷ তবে সর্বশেষ কয়েক সিরিজে দেখা যায় এক অচেনা মুশিকে৷

ব্যাট হাতে ছন্দে না থাকা ও কোচের সঙ্গে সম্পর্ক মধুর না হওয়ায় গুঞ্জন শোনা যায় টি-টুয়েন্টি থেকে বাদ পড়তে যাচ্ছেন মুশফিক৷ নিজেও থেকেও অবসরের কথা ভাবছিলেন তিনি এমনটাও গণমাধ্যমে আসে বিশ্বস্ত সূত্রে৷ শ্রীলংকার বিপক্ষে প্রথম টেস্ট শতক হাকানোর পর মুশফিকের স্ত্রীর বার্তায় শঙ্কা দৃঢ় হয়৷

মুশফিকের স্ত্রী বলেন, আমরা হাসি মুখে বিদায় নিবো ইনশাআল্লাহ৷ তবে আপনাদের রিপ্লেসমেন্ট আছে তো? এমন কথার পর ভক্তরা কিছুটা হতাশ হয়৷ তবে এই মুহূর্ত্বে অবসেরর চিন্তা নেই বলে জানালেন সংবাদ সম্মেলনে৷

এ প্রসঙ্গে মুশফিক বলেছেন, 'না, আপাতত আমার এমন কোনো ভাবনা নেই। আমার ইচ্ছে বাংলাদেশের হয়ে যত ম্যাচ খেলার সুযোগ আমার কাছে আসবে এবং আমাকে তারা যেভাবে চাইবে ইনশাআল্লাহ আমি চেষ্টা করে যাবো আমার ফিটনেস এবং পারফরম্যান্স দিয়ে সেটা করে দেখাতে।

মুশফিকের ইচ্ছে বাংলাদেশের হয়ে যত বেশি ম্যাচ খেলা সম্ভব খেলে যেতে চান তিনি। প্রয়োজনে নিজের ফিটনেস নিয়েও কাজ করবেন তিনি।

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।