ঢাকা | বুধবার, ১৫ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১

আত্মবিশ্বাসের কারনেই সাকিব বিশ্বসেরা: হেরাথ

নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৬ মে ২০২২ ০৬:২১

সাকিবের আত্মবিশ্বাসে মুগ্ধ হেরাথ৷ ছবি সংগৃহীত সাকিবের আত্মবিশ্বাসে মুগ্ধ হেরাথ৷ ছবি সংগৃহীত

নট আউট ডেস্ক:  বাংলাদেশ ক্রিকেটে সাকিবের অবদান নতুন করে বলার কিছু নেই৷ করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পর শঙ্কা জেগেছিল শ্রীলংকার বিপক্ষে প্রথম ম্যাচ নিয়ে৷ সুস্থ হয়েও দিতে হয়েছে ফিটনেস পরীক্ষা৷ সে পরীক্ষায় পাশ মার্ক নিয়ে ফিরে এসেছে একাদশে৷ বল হাতে তুলেও নিয়েছে এক উইকেট৷

সাকিব দলে থাকা মানেই আলাদা শক্তি৷ সেটি সবারই জানা কথা৷ সাকিব শারীরিক দূর্বলতা কাটিয়ে ওঠে ম্যাচে খেলছেন আত্মবিশ্বাসের কারনে বিশ্বসেরা সাথে ম্যাচে দূর্দান্ত করেন বলে মনে করেন স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথ৷

প্রথম দিন শেষে সাকিব প্রসঙ্গে হেরাথ বলেন, ‘আমাদের খুব বেশি সামর্থ্যবান খেলোয়াড় নেই। আপনি যদি দেখেন, প্র্যাকটিস ছাড়াই সে নিজের প্রথম বলেই নিজের ছাপ রেখেছে। যেটা খুব ভালো। এটা হয়েছে আত্মবিশ্বাসের কারণে। এটা দল ও প্লেয়ারদের আত্মবিশ্বাস দেয়। আমি তার ব্যাপারে শতভাগ আত্মবিশ্বাসী। এমনকি প্র্যাক্টিস ছাড়াও সে কিছু করতে পারে।’

প্রথম দিনে ১৯ ওভারে ২৭ রান দিয়ে তুলে নিয়েছেন ১ উইকেট৷ অ্যাঞ্জেলো ম্যাথুসের শতকে লঙ্কানদের সংগ্রহ ৪ উইকেটে ২৫৮ রান৷

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।