ঢাকা | বুধবার, ১৫ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১

কেমন হবে বাংলাদেশের একাদশ?

স্পেশাল করেসপন্ডেন্ট
প্রকাশিত: ১৫ মে ২০২২ ০৬:৫৮

ম্যাচের আগেরদিনে ফুরফুরে মেজাজে খেলোয়াড়রা৷ ছবি সংগৃহীত ম্যাচের আগেরদিনে ফুরফুরে মেজাজে খেলোয়াড়রা৷ ছবি সংগৃহীত

স্পেশাল করেসপন্ডেন্ট: বিরতি দিয়ে চট্টগ্রামে চারদিন অনুশীলন করেছিল বাংলাদেশ দল। শনিবার ম্যাচের আগের দিন তাই অনুশীলন ছিল ঐচ্ছিক। যেখানে বেশিরভাগ পেসারই ছিলেন না। তামিম ইকবাল, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, ইয়াসির আলী রাব্বিও অনুপস্থিত ছিলেন।

করোনামুক্ত হয়ে টেস্টের একাদশে ঢুকে পড়া সাকিব আল হাসান ৩৫ মিনিট ব্যাটিং করে সবার নজর কেড়েছেন। সাকিব ফেরায় একাদশে বাড়তি বোলার খেলানোর চিন্তা করতে পারছে টিম ম্যানেজমেন্ট। সাগরিকার উইকেটে পাঁচ বোলার নিয়ে খেলতে চায় বাংলাদেশ।

শনিবার সংবাদ সম্মেলনে মুমিনুল হকের কথায় সেটি স্পষ্ট, ‘চট্টগ্রামে রান বেশি হয়, বোলারের চাহিদা বেশি থাকে। এটার প্রভাব পড়তে পারে একাদশে।’


ব্যাটিং লাইনআপটা বেশ পরিস্কার। ওপেনিংয়ে তামিমের সঙ্গে মাহমুদুল হাসান জয়। তিনে নাজমুল হোসেন শান্ত, চারে অধিনায়ক মুমিনুল হক। পরের তিনটি পজিশনে মুশফিকুর রহিম, সাকিব আল হাসান ও লিটন দাস। সাত ব্যাটসম্যানের কোটা এখানেই পূরণ হয়ে গেল। সাকিব আসায় একাদশে সুযোগ হবে না ইয়াসির আলি রাব্বির।


বোলিংয়ে সাকিব ছাড়াও দুজন স্পিনার খেলবেন। সাম্প্রতিক ফর্র্ম বিবেচনায় বাঁহাতি স্পিনার তাইজুল ইসলামকে অটো চয়েজই বলা যায়। মেহেদী হাসান মিরাজ না থাকায় তৃতীয় স্পিনারের জায়গায় এগিয়ে অফস্পিনার নাঈম হাসান।


শনিবার অনুশীলনে বোলিংয়ের সঙ্গে নাঈমের ব্যাটিংয়েও জোর দিয়েছেন হেড কোচ রাসেল ডমিঙ্গো। তাই গত বছরের ফেব্রুয়ারির পর টেস্টের একাদশে এ তরুণের ফেরাটা প্রায় নিশ্চিত।


বিকল্প হতে পারতেন মোসাদ্দেক হোসেন সৈকত। কারণ ডমিঙ্গো শুক্রবার বলেছিলেন, শেষ দিকে এমন কাউকে দরকার, যিনি ব্যাটিংয়ের পাশাপাশি বল হাতেও ১২-১৩ ওভার করে দিতে পারবেন। কিন্তু মোসাদ্দেকের খেলার সম্ভাবনা কমে গেছে সাকিব ফেরায়। আজ অনুশীলনেও মোসাদ্দেক কয়েক ওভার বোলিং করেছেন শুধু। ব্যাটিং করেননি।


পেস আক্রমণে বাঁহাতি শরীফুল ইসলামের খেলাটা নিশ্চিত বলা চলে। দ্বিতীয় পেসারের জায়গায় লড়াইটা এবাদত হোসেন ও খালেদ আহমেদের মধ্যে। দুজনের মধ্যে একজন সুযোগ পাবেন। অভিজ্ঞতা বিবেচনায় এবাদত এগিয়ে থাকছেন বটে।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক (অধিনায়ক), মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস (উইকেটকিপার), তাইজুল ইসলাম, নাঈম হাসান, শরীফুল ইসলাম ও এবাদত হোসেন/খালেদ আহমেদ।

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।