ঢাকা | বুধবার, ১৫ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১

জয়ের খাতা খুলতে মুখিয়ে বাংলাদেশ

মশিউর রহমান শাওন
প্রকাশিত: ১৪ মে ২০২২ ০৪:৪০

শ্রীলংকার বিপক্ষে বাংলাদেশ৷ ছবি সংগৃহীত শ্রীলংকার বিপক্ষে বাংলাদেশ৷ ছবি সংগৃহীত

মশিউর রহমান শাওন: লঙ্কানদের বিপক্ষে সাদা পোষাকের ক্রিকেটে তাদের মাটিতে জয়ের সুখস্মৃতি থাকলেও নিজেদের মাঠে নেই বিজয় উৎযাপনের রঙ্গিন মুহূর্ত্ব৷ চলতি মাসের ১৫ তারিখে শুরু হতে যাওয়া দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতেই জয় তুলে গত কুড়ি বছরে যা হয়নি তা নতুন করে সাজাতে চায় মুমিনুল বাহিনী৷ তবে কাজটি মোটেও সহজ হবে না তা সাবলীলভাবে সকলের জানা৷

নিজেদের ডেরায় লঙ্কানদের সাথে এখন পর্যন্ত ৮ ম্যাচ খেলেছে বাংলাদেশ৷ ২ ম্যাচ ফলশূণ্য থাকলেও বাকি ৬ ম্যাচের প্রায় প্রতিটি হেরেছে বড় ব্যবধানে৷ নিজেদের এখনো শক্ত প্রতিপক্ষ রূপে তৈরী করতে পারেনি এই দলের বিপক্ষে৷ তবে আসন্ন সিরিজে জয় তুলে নিতে সবাই নিজ জায়গা থেকে সর্বোচ্চ চেষ্ঠার প্রস্তুতি নিচ্ছে তা প্রথম ম্যাচের ভেন্যু জহু আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুশীলন দেখলেই বোঝা যায়৷

খাতা কলমে বর্তমান লঙ্কান ক্রিকেট দলের কিছুটা এগিয়ে বাংলাদেশ৷ তবে খুব বেশি খুশি হওয়ারও অবস্থানে নেই টাইগার শিবির৷ দুই দলের খেলোয়াড়রাই নেই ছন্দে৷ তবে ছন্দে রয়েছেন লঙ্কান কাপ্তান দিমুথ করুনারত্নে ও টাইগার ব্যাটার লিটন দাস৷ অপরদিকে ছন্দে না থাকলেও চট্টগ্রাম বলেই বড় স্বপ্ন বাংলার নেতা মুমিনুল হককে নিয়ে৷

ক্যারিয়ারের শুরুতে টেস্ট ক্রিকেটে বড় বিজ্ঞাপন হওয়া মুমিনুল হক সাকিব অবর্তমানে ২০১৯ সালে দায়িত্ব নেন বাংলাদেশ দলের৷ এরপর থেকেই ব্যাট হাতে নেই চিরচেনা দাপট৷ চট্টগ্রামে অতীত পরিসংখ্যান সোনায় মোড়ানো বলেই তাসকিন, মিরাজের ইনজুরি ও সাকিবের করোনা ইস্যুতেও মিলছে কিছুটা স্বস্তি৷ ক্যারিয়ার জুড়ে ১১ শতকের ৯টি যখন এই মাঠে তখন স্বপ্ন দেখা কিংবা আশা করা মোটেও অপরাধ কিংবা ভুল নয়৷

তাসকিনের ইনজুরিতে না থাকার সুবাদে দলে ডাক পেয়েছেন তরুণ পেসার রেজাউর রহমান রাজা৷ অপরদিকে একই কারনে মিরাজের না থাকায় সুযোগ মিলেছে স্পিনার নাঈম ও মোসাদ্দেক হোসেন সৈকত৷ তিন বছর পর ডাক পেয়ে একাদশে থাকা অনেকটা নিশ্চিত মোসাদ্দেক হোসেনের ৷ অপরদিকে প্রথম ম্যাচেই তাইজুলের সাথে বড় দায়িত্ব নিতে হতে পারে নাঈমকে৷

সকলেই সম্মুখপানে তাকিয়ে রয়েছে অতীতের সব রেকর্ডকে শিকলে আবদ্ধ করে নিজেদের সংগ্রহশালায় নতুন ইতিহাস লিপিবদ্ধ করতে৷ তাইতো ভালোভাবেই কাজ করছে টেল-এ্যান্ডারদের নিয়েও৷ ব্যাট হাতে দৃঢ় চেতনায় প্রস্তুত করা হচ্ছে খালেদ এবাদতদের৷

সর্বশেষ সিরিজে লজ্জার রেকর্ড ও আস্থাভাজন ক্রিকেটারদের অনুপস্থিতিতেও বড় স্বপ্ন সবার অন্তরে৷ তাসকিনের অনুপস্থিতে সুযোগ আসলে কাজে লাগাতে চায় রাজা ৷ জাতীয় দলে ফিরেই শতক হাকানোর কথা জানিয়েছেন মোসাদ্দেক৷ সকলের আপ্রাণ চেষ্ঠায় উপলব্ধি করা যায় একটি জয় কতটা প্রয়োজন৷

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।