ঢাকা | বুধবার, ১৫ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১

তাসকিন বিশাল হৃদয়ের খেলোয়াড়

নট আউট ডেস্ক
প্রকাশিত: ১৩ মে ২০২২ ২০:২৬

তাসকিন আহমেদ৷ ছবি সংগৃহীত তাসকিন আহমেদ৷ ছবি সংগৃহীত

নট আউট ডেস্ক:  ইনজুরি একজন খেলোয়াড়ের নিত্যদিন সঙ্গী৷ ইনজুরিতে পড়েনি এমন ক্রিকেটার খুঁজে বের করা মুশকিল কাজ হবে প্রত্যেকের জন্যই৷ বাংলাদেশ ক্রিকেটে রঙ্গিন ও সাদা দুই পোষাকেই দাপট দেখানো তাসকিন আহমেদ নেই ঘরের মাঠে শ্রীলংকার বিপক্ষে টেস্ট সিরিজে৷ এর নেপথ্যে রয়েছে কাঁধের ইনজুরি৷ তাসকিন না থাকলেও আছেন অ্যালান ডোনাল্ডের প্রশংসায়৷ টাইগারদের পেস বোলিং কোচ বলেন তাসকিন বিশাল হৃদয়ের খেলোয়াড়৷

তাসকিন এই মুহূর্তে চিকিৎসা করাতে আছেন ইংল্যান্ডে। ইতিমধ্যে এমআরআইসহ তিনটি টেস্ট করানো হয়েছে তার। রিপোর্ট হাতে পাওয়ার পর স্বস্তির নিশ্বাস ফেলেছেন তাসকিন। হালকা সমস্যা থাকলেও এই মুহূর্তে অস্ত্রোপচারের প্রয়োজন নেই তার। তবে মাঠে ফেরার মতো অবস্থায় আসতে অন্তত এক মাসের মতো সময় লেগে যাবে এই পেসারের।


শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে তাসকিন নেই। তবু তার কথা ঘুরেফিরে এলো আজকের (বৃহস্পতিবার) সংবাদ সম্মেলনে। শুধু খেলোয়াড় হিসেবে নয়, মানুষ হিসেবেও তিনি ডোনান্ডের প্রিয়। সাবেক দক্ষিণ আফ্রিকান পেসার বলেছেন, ‘তাসকিন এখন ইনজুরিতে আছে। ওকে খুব পছন্দ করি। বিশাল হৃদয়ের ক্রিকেটার।’


ডোনাল্ড মনে করেন, তাসকিন আরও শক্তভাবে ফিরে আসবে, ‘ও (তাসকিন) যখন ফিরে আসবে, এই পেস আক্রমণের নেতৃত্ব দেবে। আরও অনেক বেশি তাড়না দেখা যাবে তখন। যা দেখছি এখন পর্যন্ত, আমি রোমাঞ্চিত।’

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।