ঢাকা | বৃহঃস্পতিবার, ১৬ মে ২০২৪, ১ জ্যৈষ্ঠ ১৪৩১

এক সুতোয় বেঁধেছেন নেট বোলারদের

নট আউট ডেস্ক
প্রকাশিত: ১৩ মে ২০২২ ১৮:২৭

নেট বোলারদের পরামর্শ দিচ্ছেন ডোনাল্ড৷ ছবি সংগৃহীত নেট বোলারদের পরামর্শ দিচ্ছেন ডোনাল্ড৷ ছবি সংগৃহীত

নট আউট ডেস্ক: একজন সত্যিকারের গুরু তিনিই যার কাছে সেরা থেকে শুরু করে সর্বনিম্ন সকলেই সমানভাবেই জায়গা পাবেন৷ বাংলাদেশ ক্রিকেটে দীর্ঘসময় এমন এক গুরুর আগমন ঘটেছে যার কাছে রাজা, এবাদতদের থেকে কোন অংশে কম নয় নেট বোলাররা৷

অনুশীলন শেষে ডোনাল্ড যখন সাংবাদিকদের সাথে কথা বলতে এগিয়ে আসছিল ঠিক সেই সময় কাছে আসে বেশ কয়েকজন নেট বোলার৷ তাদের দেখে নিজে থেকেই কাছে টেনে নেন প্রত্যককে৷ তাদের করা প্রশ্নের উত্তর যথার্থ দিয়ে বোলিংয়ের টোটকা দিয়েছেন এই পেস বোলিং কোচ৷ ক্লান্ত শরীর নিয়েও তাদের উপেক্ষা না করায় প্রশংসায় ভাসছেন সাদা বিদ্যুৎখ্যাত ডোনাল্ড৷

নেট বোলারদের বিষয়ে এক প্রশ্নে সাংবাদিকদের ডোনাল্ড বলেন, ‘ওরা বিভিন্ন বিষয় জানতে চেয়েছে। তাদের মধ্যে একজনের প্রশ্ন ছিল ফ্লাট উইকেটে কেমন বল করতে হবে। ফ্লাট উইকেটে বল করা নিয়ে আমার চিন্তাটা কি? এই প্রশ্নগুলো দারুণ। তাদের সঙ্গে সময় কাটানো দারুণ ব্যাপার।’

চট্টগ্রামে লঙ্কানদের বিপক্ষে অনুশীলনে সবাই নিজের সেরাটা দিয়ে নিজেদের প্রস্তুত করছে৷ গত দুই দশকের বেশি সময় ধরে যা হয়নি অর্থ্যাৎ ঘরের মাঠে সাদা পোষাকে লঙ্কানদের বিপক্ষে নেই কোন জয়৷ সবার লক্ষ্যই স্পষ্ট নতুন ইতিহাস রচনার৷

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।