ঢাকা | বৃহঃস্পতিবার, ১৬ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১

লঙ্কানদের বিপক্ষে পরিসংখ্যানে সুখবর নেই বাংলাদেশের

মশিউর রহমান শাওন
প্রকাশিত: ১২ মে ২০২২ ০৫:২৭

পরিসংখ্যানের বিচারে মলিন বাংলাদেশ। ছবি সংগৃহীত পরিসংখ্যানের বিচারে মলিন বাংলাদেশ। ছবি সংগৃহীত

মশিউর রহমান শাওনঃ বাংলাদেশ ক্রিকেট দল একদিনের ক্রিকেটে যতটা উন্নতি করেছে ঠিক ততটাই কিংবা তার থেকেও বেশি অবনতি হয়েছে টেস্ট ক্রিকেটে। ঘরের মাঠে অষ্ট্রেলিয়া, ইংল্যান্ডের মত দলের বিপক্ষে জয় থাকলেও আফগানিস্তান, উইন্ডিজের বিপক্ষে সহজ ম্যাচে হার কিংবা শ্রীলংকা বিপক্ষে নিজেদের মাঠে ৮ ম্যাচে জয়হীন থাকা তারই প্রমাণ করে। চলতি মাসের ১৫ তারিখে লঙ্কানদের বিপক্ষে শুরু হতে যাওয়া ২ ম্যাচের টেস্ট সিরিজের আগে দলটির বিপক্ষে মোট ২১ ম্যাচ খেলেছে টিম টাইগাররা। যেখানে জয় মাত্র একটিতে। জয় ছিল ৪ উইকেটে। সেটিও বছর পাঁচেক পূর্বে ২০১৬/১৭ মৌসুমে। 

ম্যাচ জয়ের পরিসংখ্যান যতটা হতাশার তার থেকেও বেশি কষ্ট কিংবা আপসোসের সিরিজ পরিসংখ্যানে। ১১ সিরিজের ৯টিতে হোয়াইটওয়াশ হয়েছে টিম টাইগার। এছাড়াও ইনিংস ব্যবধানে হার রয়েছে ৮ ম্যাচে। লঙ্কানদের বিপক্ষে বাংলাদেশের একম্যাচে সর্বোচ্চ ব্যবধানে পরাজয় ৪৬৫ রান। এছাড়াও ১০ উইকেটে হারের লজ্জাও রয়েছে একবার। এছাড়াও দুইশতাধিক রানে হারের লজ্জা রয়েছে ৬ বার।

এক ইনিংসে দলীয় সর্বোচ্চ রানের রেকর্ডও শ্রীলংকার দখলে। বাংলাদেশের যেখানে সংগ্রহ ৬৩৮ রান সেখানে লঙ্কানদের সংগ্রহ ছিল ৬ উইকেটে ৭৩০ রান। বাংলাদেশের বিপক্ষে শ্রীলংকা সর্বনিম্ন দলীয় সংগ্রহ ২২২ রান। অপরদিকে বাংলাদেশের সংগ্রহ ৬২ রান।

ম্যাচ. সিরিজ কিংবা ইনিংস পরিসংখ্যান পুরোটাই শ্রীলংকার দখলে তেমনি ব্যাট-বলেও রাজত্ব লঙ্কান খেলোয়াড়দের। বাংলাদেশের বিপক্ষে ১৫ ম্যাচে কুমার সাঙ্গাকারা প্রায় ৯৬ গড়ে করেছেন ১৮১৬ রান। ৪৬.৪৫ গড়ে ১০৯০ রান করে বাংলাদেশীদের মধ্যে সবার উপরে আশরাফুল। 

এই দুই দলের লড়াইয়ে ব্যক্তিগত ইনিংস সমৃদ্ধ বেশি লঙ্কান ব্যাটারদের। কুমার সাঙ্গাকারার ৩১৯ রানের বিপরীতে মুশফিকের সংগ্রহ ২০০ রান। তাছাড়াও বাংলাদেশের বিপক্ষে মোট ৪৭টি শতক রয়েছে লঙ্কান ব্যাটারদের বিপরীতে বাংলাদেশীদের সংগ্রহ ১৪ শতক। এছাড়াও বাংলাদেশের বিপক্ষে ৭টি ডাবল শতক রয়েছে লঙ্কান ক্রিকেটারদের। অপরদিকে বাংলাদেশের হয়ে একমাত্র ডাবল শতক মুশফিকুর রহিমের। 

বল হাতে দুই দেশের বোলারদের পরিসংখ্যানের পার্থক্য আরও ভয়ঙ্কর। ১১ ম্যাচে মুত্তিকা মুলারিধরনের সংগ্রহ যেখানে ৮৯ উইকেট, সেখানে বাংলাদেশের হয়ে সর্বোচ্চের তালিকায় থাকা বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের সংগ্রহ ৭ ম্যাচে ২৯ উইকেট। এক ইনিংসে সর্বোচ্চ উইকেট নেওয়ার তালিকায় অবশ্য খুব দুরত্ব নেই দুই দলের বোলারদের মধ্যে। শ্রীলংকা হয়ে ৭ উইকেট নিয়ে সবার উপরে অবস্থান রঙ্গনা হেরাথের। যিনি বর্তমানে বাংলাদেশ ক্রিকেট দলের বোলিং কোচের ভূমিকায় রয়েছে। অপরদিকে বাংলাদেশের হয়ে ৫ উইকেট নিয়ে সবার উপরে রয়েছেন সাকিব আল হাসান। সমান উইকেট নিয়ে সাকিবের পরে রয়েছেন তাইজুল ইসলাম।

এক টেস্টে ১২ উইকেট নিয়ে লঙ্কানদের হয়ে সবার উপরে মুলারিধরণ অপরদিকে তার অর্ধেক অর্থ্যাৎ ৬ উইকেট নিয়ে বাংলাদেশের হয়ে এক নাম্বারে তাইজুল ইসলাম। বাংলাদেশের বিপক্ষে লঙ্কান বোলাররা ৫ উইকেট নিয়েছে ২০ বার। যেখানে বাংলাদেশীদের  সংগ্রহ ৫ বার। এছাড়াও লঙ্কান বোলাররা এক ম্যাচে ৬ বার ১০ উইকেট তুলে নিলেও বাংলাদেশী কোন বোলার এমন কীর্তী গড়তে পারেনি।  বাংলাদেশের বিপক্ষে এক সিরিজে সর্বোচ্চ ২৬ উইকেট নিয়ে লঙ্কানদের মধ্যে সবার উপরে মুত্তিকা মুলারিধরন। ১১ উইকেট নিয়ে বাংলাদেশীদের মধ্যে সবার উপরে তাইজুলের অবস্থান। 

 

-নট আউট/এমআরএস

 



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।