ঢাকা | বুধবার, ১৫ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১

মুশফিকদের চাপ দিলে দেশের ক্রিকেটের ক্ষতি

নট আউট ডেস্ক
প্রকাশিত: ১১ মে ২০২২ ০৮:০৮

মুশফিকুর রহিম৷ ছবি সংগৃহীত মুশফিকুর রহিম৷ ছবি সংগৃহীত

নট আউট ডেস্ক: বর্তমান ক্রিকেট বিশ্বে বাংলাদেশ বিপক্ষ দলগুলোর কাছে শক্ত প্রতিপক্ষ৷ যদিও সংক্ষিপ্ত ও লংগার ভার্সন ক্রিকেটে খুব একটা সুবিধা করতে পারছে না দলটি তবুও ওডিয়াইতে ভালো করার প্রভাব স্পষ্ট পিঁছিয়ে থাকা সংস্করণগুলোতে৷ প্রতিটি দলে বেশ কয়েকজন আস্থাভাজন ক্রিকেটার থাকে যাদের হাত ধরে সর্বোচ্চ উন্নতি করতে পারে দলগুলো৷ তেমনি বাংলার ক্রিকেটে একজন মুশফিকুর রহিম৷ যার পরিশ্রম ও নিবেদন সবার থেকে আলাদা করেছে৷

অফ ফর্ম ও ইনজুরি একজন খেলোয়াড়ের জীবনে অতপ্রতভাবে জড়িয়ে রয়েছে৷ সাম্প্রতিক সময়ে মুশফিকের ব্যাটে রান থাকায় সমালোচনার সাথে একপ্রকার বাদ দেওয়ার ভাবনা চলছে ক্রিকেট বোর্ডের৷ কর্তারা দেশের অমূল্য সম্পদদের নিয়ে করছে নেতিবাচক সমালোচনা৷ এসবকিছু দেশের ক্রিকেটের ক্ষতি করতে পারে বলে মনে করেন ব্যাটিং পরামর্শক জেমি সিডন্স৷

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচকে সামনে রেখে বাংলাদেশ দলের বর্তমান অবস্থান ম্যাচ ভেন্যু চট্টগ্রামে৷ খেলোয়াড়দের নানাদিক বিশেষ করে মুশফিককে নিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে সিডন্স বলেন, আপনি দীর্ঘসময় ক্রিকেট খেলবেন আর খারাপ সময় দেখবেন না এমনটা আশা করা ঠিক নয়৷ প্রতিটি ক্রিকেটারের জীবনে এমন সময় আসে যখন শতচেষ্ঠায় নিজেকে ছন্দে ফিরে আনা কঠিন হয়ে যায়৷ এগুলো সাময়িক । তবে সে গত দুই দিনে যেভাবে ব্যাটিং করছে, আমি নিশ্চিত এই সিরিজে রান করবে। ওর ব্যাটিং দেখতে মুখিয়ে রয়েছি। বেশ কিছু বিষয় নিয়ে কাজ করেছি। সে ভালো একটি সিরিজ কাটাতে চলেছে।’

এসময় চারিদিকের নেতিবাচক কথার বিষয়ে তিনি বলেন, ‘হ্যাঁ অবশ্যই! সবার উচিত নেতিবাচক কথা বলা বন্ধ করা। তাদের ওপর চাপ দিও না। তারা এক সিরিজে হতাশ করেছে দেখে চাপ সৃষ্টি করো না, সবসময় তাদের পাশে থাকো যেনো তারা চাপ অনুভব না করে।’ তারা চাপে থাকলে দলের ক্ষতি৷

মুশফিকের ব্যাটিং ও সামনের দিনের ক্যারিয়ার সম্পর্কে সিডন্স বলেছেন, ‘আমি মনে করি, মুশফিক সবসময় সামনের বিষয় নিয়ে ভাবে। এখন যেমন দুই টেস্ট ম্যাচ। আমার মনে হয় না সে নিজের কোনো ফরম্যাটের ক্যারিয়ার নিয়ে চিন্তিত। সে এখন এ দুই ম্যাচে আমাদের হয়ে রান করা নিয়ে চিন্তা করছে।’

তিনি আরও যোগ করেন, ‘সাদা বলের ক্রিকেটে সে বেশ সফল। যেকোনো খেলোয়াড়েরই এমন সময় আসে যেখানে রান করতে পারে না। সেখান থেকে তারা ঘুরে দাঁড়ায়। এজন্যই তারা গ্রেট প্লেয়ার। মুশফিক দেশের সবচেয়ে সফল টেস্ট ব্যাটার। সে অনেক রান করেছে। তার হয়তো দক্ষিণ আফ্রিকা সফরের মতো একটা সময় এসেছে। তবে আবার রানে ফিরবে সে।’

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।