ঢাকা | বুধবার, ১৫ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১

সিনিয়র ক্রিকেটারদের নিয়ে পাপন ভাইয়ের কথা যৌক্তিক: রাজ্জাক

স্পেশাল করেসপন্ডেন্ট
প্রকাশিত: ১১ মে ২০২২ ০৫:৪১

আব্দুর রাজ্জাক। ছবি: বিসিবি আব্দুর রাজ্জাক। ছবি: বিসিবি

স্পেশাল করেসপন্ডেন্টঃ পেশাদার ক্রিকেটার হিসেবে ক্যারিয়ারের শেষ দিকে বঞ্চিত হয়েছেন আব্দুর রাজ্জাকও। ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করেও জাতীয় দলে সুযোগ পাননি। এমনকি শেষ পর্যন্ত আনুষ্ঠানিক অবসর নিতে পারেননি। বিসিবির এক অনুষ্ঠানে বিদায় বলেছেন, সেটিও বিসিবিতে জাতীয় দলের নির্বাচকের চাকুরি হওয়ার পর।

নতুন ভূমিকায় এসে ক্রিকেটার তথা সতীর্থদের উপর থেকে হাত সরে গেল রাজ্জাকের। চাকরি বাঁচাতেই হয়তো বোর্ডের সঙ্গেই একাত্মতা ঘোষণা করেছেন সাবেক এ ক্রিকেটার। গত রোববার জাতীয় দলের বিদেশি কোচদের সঙ্গে মিটিং করেছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

পরে সংবাদ সম্মেলনে সিনিয়র ক্রিকেটারদের জন্য পরিস্কার বার্তা দিয়েছেন বোর্ড সভাপতি। তিনি বলেছিলেন, সিনিয়র ক্রিকেটাররা নিজে থেকে সরে না দাঁড়ালে বোর্ডই তাদের বিষয়ে সিদ্ধান্ত নিবে। যা সিনিয়রদের জন্য প্রচ্ছন্ন হুমকিই বলা চলে।

অবশ্য বোর্ড সভাপতির এমন মন্তব্য অযৌক্তিক মনে করছেন না জাতীয় দলের নির্বাচক আব্দুর রাজ্জাক। বিকেএসপিতে আজ সাংবাদিকদের তিনি বলেছেন, ‘পাপন ভাই যেটা বলেছেন, এটা কিন্তু অযৌক্তিক না। পাপন ভাই কারো নাম ধরে বলেননি। এটা কিন্তু খুবই স্বাভাবিক ব্যাপার।’

সিনিয়রদের মধ্যে মুশফিকুর রহিমের নামই বেশি আলোচিত এখন। পাপনের মন্তব্যের পর ফোকাসটা তার দিকেই গেছে। কারণ নিয়মিত তিন ফরম্যাটে খেললেও তার পারফরম্যান্স সন্তোষজনক নয়। গত বছর টি-২০ বিশ্বকাপের পর এ ফরম্যাটের দল থেকে বাদও পড়েছিলেন তিনি। এর বাইরে তামিম টি-২০ খেলেন না। মাহমুদউল্লাহ টেস্ট থেকে অবসর নিয়েছেন। সাকিব তিন ফরম্যাট খেললেও খুবই অনিয়মিত।

রাজ্জাক বলছেন, বোর্ড সভাপতি শুধু মুশফিককে উদ্দেশ্য করে কথাটা বলেননি। সাবেক এ বাঁহাতি স্পিনার বলেন, ‘সবাই মুশফিকের কথা কেন বলছে আমি জানি না। মুশফিকের নাম তো উচ্চারণ করেননি (পাপন ভাই)। আমি আসলে জানি না। এটা সবার জন্য, যদি এরকম হয়, কেউ মনে করে, সে যেন ক্রিকেট বোর্ডের সঙ্গে কথা বলে।’

এর আগে গত রোববার সিনিয়রদের নিয়ে বিসিবি সভাপতি বলেছিলেন, ‘আমাদের এই খেলোয়াড়দের আমরা চাই না তারা মন খারাপ করে যাক, আমরা চাই তারা হাসিমুখে যাক। নিজেরা সিদ্ধান্ত নিক, যত তাড়াতাড়ি তারা নিজেদের সিদ্ধান্ত নিতে পারবে ততই ভালো। কিন্তু একটা সময় তো আসবে যদি সিদ্ধান্ত না নেয়, তখন আমাদেরকেই সিদ্ধান্ত নিতে হবে। আমাদের বলতে আমি না, কোচিং স্টাফ, ম্যানেজমেন্ট, সবাইকে নিয়ে একটা সিদ্ধান্ত নিতে হবে।’

 

 

-নট আউট/এমজেএ/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।