ঢাকা | সোমবার, ১৩ মে ২০২৪, ২৯ বৈশাখ ১৪৩১

মুশফিকের বিলাসিতা মেনে নেওয়ার মত নয়ঃ সুজন

নিউজ ডেস্ক
প্রকাশিত: ১১ এপ্রিল ২০২২ ২৩:৫০

মুশফিকের সুইপ খেলাই কাল হয়ে দাঁড়ায় বাংলাদেশের জন্য। ফাইল ছবি মুশফিকের সুইপ খেলাই কাল হয়ে দাঁড়ায় বাংলাদেশের জন্য। ফাইল ছবি

নিউজ ডেস্কঃ বাংলাদেশে ক্রিকেটে মুশফিকের অবদান অনন্য। দায়িত্বশীলতার পরিচয় দিয়ে অনেক হারতে বসা ম্যাচও জিতিয়েছেন এই ব্যাটার। তবে রিভার্স সুইপ খেলে তিনি কত ইনিংস ধ্বংস করেছে তা হয়তো নিজেও বুজতে পারেন। তবুও এই শর্ট সব ফরম্যাটে, সব পরিস্থিতিতে সুইপ খেলার প্রবণতা দেশসেরা ব্যাটারের। পোর্ট এলিজাবেথ টেস্টে মুশফিকের বিলাসী রিভার্স সুইপ বাংলাদেশের ফলো অন এড়ানোর সুযোগ হাতছাড়া করিয়েছে।

আফ্রিকায় সাদা পোষাকে মোটেও ভালো যাচ্ছে না মমিনুল বাহিনীর। সফরের সর্বশেষ টেস্ট ম্যাচে প্রথম ইনিংসে প্রোটিয়াদের করা চার শতাধিক রানের জবাবে ব্যাটিং করতে নেমে ছন্দ হারিয়ে ফেলে সফরকারীরা। নিজেদের ব্যাটিংয়ে অর্ধশতক হাঁকিয়ে মুশফিক তখন দেখাচ্ছিলেন ফলো অন এড়ানোর স্বপ্ন। তৃতীয় দিনের লাঞ্চ বিরতির তখন বাকি আর মাত্র কয়েক মিনিট। এমন পরিস্থিতিতে রিভার্স সুইপ করতে গিয়ে বোল্ড হন সিমন হার্মারের বলে। শেষপর্যন্ত আর ফলো অন এড়াতে পারেনি বাংলাদেশ।

প্রোটিয়ারা বাংলাদেশকে ফলো অনে না ফেললেও মুশফিকের উচ্চাভিলাষী সেই শটে বাংলাদেশের ইনিংস বেশি দূর যায়নি। দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে আসা টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজনের কাছে জানতে চাওয়া হল মুশফিকের রিভার্স সুপের ব্যাখ্যা।

সুজন বলেন, ‘মুশফিকের এই আউটটা ঐ সময় অবশ্যই প্রত্যাশিত না। লাঞ্চ ব্রেকের আর ৪ মিনিট বাকি ছিল। তখন আর ৪৩ রান করতে পারলে ফলো অন এড়াতে পারতাম। ওরা ফলো অন দেয়নি, কিন্তু সত্যি বলতে আত্মসম্মানের একটা ব্যাপার ছিল।’

এমন পরিস্থিতিতে মুশফিকের রিভার্স সুইপ যে মেনে নেওয়ার মত নয়, তা অকপটে স্বীকার করেছেন সাবেক এই অধিনায়ক; তার কাছে নেই এমন শটের ব্যাখ্যা। তিনি বলেন, ‘সে জানত সে-ই সর্বশেষ স্পেশালিষ্ট ব্যাটার। এটা খুবই অপ্রত্যাশিত। ম্যাচের এমন পরিস্থিতিতে এমন শট… মুশফিক অনেক অভিজ্ঞ খেলোয়াড়, ওর কাছ থেকে আমরা অবশ্যই সেটা আশা করি না। এটার ব্যাখ্যা আমিও বলতে পারব না। ঐ পরিস্থিতিতে ও ব্যাটিং করেছে, ও-ই জানে কেন করেছে, ও-ই বলতে পারবে। কিছুটা দুর্ভাগ্যও।’

সুইপ করতে গিয়ে মুশফিককে আউট হয়ে যেতে দেখে ড্রেসিংরুমেও সবাই হতাশ হয়ে পড়েন। সুজন বলেন, ‘আমরা কেউই আশা করিনি ঐ পরিস্থিতিতে মুশফিক এমন শট খেলবে। ওয়ানডে টি-টোয়েন্টি রানের খেলা, রান করার তাড়া থাকে, সেখানে এমন শট মেনে নেওয়া যায়। কিন্তু কেন টেস্টে? যখন আমি জানি আমাকে উইকেটে টিকে থাকতে হবে। ঐ শট অবশ্যই প্রত্যাশিত না।

 

-নট আউট/এমআরএস/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।