ঢাকা | সোমবার, ১৩ মে ২০২৪, ২৯ বৈশাখ ১৪৩১

ডারবানের ‘লজ্জা’র অপেক্ষা পোর্ট এলিজাবেথে

নিউজ ডেস্ক
প্রকাশিত: ১১ এপ্রিল ২০২২ ২১:৩৫

কেশব মহারাজ ফের দিচ্ছেন চোখ রাঙানি। ফাইল ছবি কেশব মহারাজ ফের দিচ্ছেন চোখ রাঙানি। ফাইল ছবি

নিউজ ডেস্কঃ বাংলাদেশে ক্রিকেট দলের এবারের আফ্রিকা সফরের শুরুটা হয়েছিল স্বপ্নের মতই। প্রথম ম্যাচ জয় দিয়ে যে ইতিহাস রচনা হয়েছিল সিরিজ জয় দিয়ে তা মহাকাব্যে পরিণত হয়। তবে এরপর যা হচ্ছে তার জন্য হয়তো মোটেও প্রস্তুত ছিলনা কেউ।

বছরের শুরুতে নিউজিল্যান্ডকে তাদের মাটিতে হারানোর অনুপ্রেরণা নিয়েই আফ্রিকা সফরে সফল হয়েছিল ওডিআই ফরম্যাটে। এরপর সেখানকার আত্মবিশ্বাস নিয়ে সাদা পোষাকে লড়াইয়ের জন্য টিম টাইগার এখন ছন্নছাড়া। আরেকবার দাঁড়িয়ে আছে লজ্জার দাঁড়প্রান্তে। 

ডারবানে প্রথম টেস্টের মতোই পোর্ট এলিজাবেথ দ্বিতীয় টেস্টেও একই লজ্জার অপেক্ষায় মমিনুল বাহিনী। প্রথম টেস্ট জয়ের লক্ষ্যমাত্রা ২৭৪ থাকলেও মাত্র ৫৩ রানেই অলআউট হয়েছিল টিম বাংলাদেশ। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টেও সেই একই পরিনতির দিকে যাচ্ছে বাংলাদেশ দল। রোববার তৃতীয় দিনের শেষ বিকালে মাত্র ৯.১ ওভার খেলতেই টপঅর্ডার ৩ উইকেট হারায় সফরকারীরা।

ডারবানের বিস্ময় মাহমুদুল হাসান জয় নিজেকে মেলিয়ে ধরতে পারেননি দ্বিতীয় টেস্টে। দুই ইনিংসে আউট হয়েছে শুন্য রানেই। ডারবানে হেরে পোর্ট এলিজাবেথে সিরিজ বাঁচাতে ৪১২ রানের টার্গেটে খেলছে বাংলাদেশ।

 

 

-নট আউট/এমআরএস/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।