ঢাকা | মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ২৯ বৈশাখ ১৪৩১

লাঞ্চের আগে ফিরলেন মুশফিক, বাংলাদেশ ২১০/৭

স্পেশাল করেসপন্ডেন্ট
প্রকাশিত: ১১ এপ্রিল ২০২২ ০৩:০১

অর্ধশতক হাঁকিয়েছেন মুশফিক। ছবি: গেটি ইমেজ অর্ধশতক হাঁকিয়েছেন মুশফিক। ছবি: গেটি ইমেজ

স্পেশাল করেসপন্ডেন্টঃ লাঞ্চের তখন মাত্র এক ওভার বাকি। টেস্টে ক্যারিয়ারের ২৫তম হাফ সেঞ্চুরিটা করে ফেলেছেন মুশফিকুর রহিম, সেটা ওভারের প্রথম বলে চার মেরে। দ্বিতীয় বলে এলবির হাত থেকে বেঁচেছেন। সিমন হার্মারের তৃতীয় বলে রিভার্স সুইপ খেলতে গিয়ে বোল্ড হলেন মুশফিক।

শিশুতোষ কান্ডে আবারও নিজের উইকেটটা ছুঁড়ে আসলেন তিনি। বাংলাদেশকে খাদের কিনারে ফেলে গেলেন মুশফিক। তিনি ফেরার পর আর কোনো রান যোগ না করেই লাঞ্চে গিয়েছেন মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলাম। মিরাজ ৯ ও তাইজুল শূন্য রানে ব্যাট করছেন। বাংলাদেশের সংগ্রহ ৭ উইকেটে ২১০ রান। এখনও ফলোঅন থেকে ৪৩ রান দূরে বাংলাদেশ।

রোববার সকালে মুশফিক-ইয়াসিরের ব্যাটে ভালোই শুরু পেয়েছিল টাইগাররা। দিনের প্রথম তিন বলেই চার মারেন ইয়াসির। ৭০ রানের জুটিটা ভাঙে ইয়াসির আউট হলে। মহারাজের বলে কট এন্ড বোল্ড হন তিনি। ইয়াসির ৪৬ রান করেন। 

মিরাজকে নিয়ে মুশফিক লাঞ্চে যাবেন বলেই মনে হচ্ছিল। কিন্তু লাঞ্চের আগে দৃষ্টিকটু ব্যাটিংয়ে আউট হলেন এই সিনিয়র ব্যাটসম্যান। তিনি ৫১ রান করেন। 

দিনের প্রথম সেশনে দুই সেট ব্যাটসম্যান ইয়াসির, মুশফিককে হারানো বাংলাদেশ ৭১ রান যোগ করেছে।

 

-নট আউট/এমজেএ/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।