ঢাকা | সোমবার, ১৩ মে ২০২৪, ২৯ বৈশাখ ১৪৩১

মুশফিককে সুইপ খেলতে উৎসাহ দিচ্ছেন সিডন্স

নিউজ ডেস্ক
প্রকাশিত: ১১ এপ্রিল ২০২২ ০১:২৪

মুশফিকুর রহিম। ফাইল ছবি মুশফিকুর রহিম। ফাইল ছবি

নিউজ ডেস্কঃ বাংলার ক্রিকেটে পঞ্চপান্ডবের একজন মুশফিকুর রহিম৷ বলার জন্য শুধু বলা নয়, বাস্তবিক অর্থে দেশের ক্রিকেটে অন্যতম পরিশ্রমী খেলোয়াড় তিনি৷ ব্যাট হাতে এই উইকেট রক্ষক ব্যাটারের প্রিয় শটের তালিকার প্রথম দিকে জায়গা পাবে সুইপ কিংবা স্লগ সুইপ৷ 

মিস্টার ডিপেন্ডেবল মাঠের চারিদিকে খেলতে অভ্যস্ত হলেও সংকট মুহূর্ত্বে এই শটগুলোর ব্যবহার বেশিই করেন৷ দলকে কখনো উদ্ধার করেন, কখনো আবার বিপদে ফেলেন৷ গেল সংক্ষিপ্ত ফরম্যাটের বিশ্বকাপে এমন ভুল করেও পাশে পেয়েছিলেন তামিমকে৷ তারই ধারাবাহিকতায় এবার পাশে পাচ্ছেন ব্যাটিং কোচ জেমি সিডন্সকে৷ 

 মুশফিকের এই শর্টগুলো নিয়ে জেমি সিডন্স বলেন, 'এটি মুশফিকের শক্তির জায়গা৷ যদিও অনেক ঝুঁকি থাকে তবুও আমি তাকে উৎসাহ দেই৷ সে অনেক অভিজ্ঞ৷ জানে কখন কি করতে হবে৷ উৎসাহ না দিয়ে বাঁধা করলে হিতে বিপরীত হবে৷ কারন সবার পছন্দের কিছু বিষয় থাকে৷'

আফ্রিকায় দ্বিতীয় টেস্টে আরও একবার ব্যাটিং বিপর্যয়ে পরেছে টিম টাইগার৷ মুশফিক যখন ক্রিজে আসেন তখন ৮৫ রানে ৩ উইকেট নেই বাংলাদেশের। 

এই অবস্থাতেও পছন্দের শট খেলেন তিনি৷ তবে যে কয়েকবার চেষ্ঠা করেছেন সফলতা বেশি বার দেখা দিয়েছে৷ তবুও আউট হওয়ার শঙ্কা জেগেছিল একবার৷ 

এ প্রসঙ্গে সিডন্স আরও বলেন- ‘আপনি রাব্বিকে হয়তো সুইপ করতে দেখবেন না কিন্তু মুশফিক এটা চালিয়ে যাবে। এটা তার শক্তির জায়গা এখনো সেখানেই আছে। যদি সে দ্বিধা দ্বন্দ্বে ভুগে এবং আশেপাশের বলগুলোতে খোঁচা মারে তবেই সে আউট হতে পারে। সুতরাং আমার মনে হয় এটাতে উৎসাহী করা উচিৎ। এটা হয়তো উচ্চ ঝুকির বিষয় তবুও ঠিক আছে।'

 

-নট আউট/এমআরএস/টিএ

 



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।