ঢাকা | সোমবার, ১৩ মে ২০২৪, ২৯ বৈশাখ ১৪৩১

লোয়ার অর্ডারে ব্যাটারদের অবদান চান মুমিনুল

স্পোর্টস করেসপন্ডেন্ট
প্রকাশিত: ৫ এপ্রিল ২০২২ ০৭:৪১

লোয়ার অর্ডারে ইম্প্রুভ হচ্ছে বলে জানান মিমি। ছবি: গেটি ইমেজ লোয়ার অর্ডারে ইম্প্রুভ হচ্ছে বলে জানান মিমি। ছবি: গেটি ইমেজ
স্পোর্টস করেসপন্ডেন্টঃ ডারবান টেস্টে দক্ষিণ আফ্রিকার দেওয়া ২৭৪ রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে বাংলাদেশ ৫৩ রানে অলআউট হয়ে ২২০ রানের বড় ব্যবধানে হেরেছে। লক্ষ্যটা আরও ছোট হতে পারত যদি প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকার শেষ দুই উইকেটে নেওয়া ৬৯ রান না করতো।
 
সেখানেই ম্যাচের পার্থক্যটা অনেকটা গড়ে দিয়েছে। অধিনায়ক মুমিনুল হক জানিয়েছেন টেস্ট ক্রিকেটে লোয়ার অর্ডারে ব্যাটারদের কিছু অবদান রাখা উচিৎ। যেটা ম্যাচে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
 
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এমন কথা জানিয়েছেন অধিনায়ক মুমিনুল। তিনি জানিয়েছেন এখন বিষয়টি নিয়ে কাজ করতে শুরু করেছের ব্যাটাররা। মুমিনুল বলেন, ‘যেটা নিয়ে কথা বলছেন সেটা অবশ্যই গুরুত্বপূর্ণ একটা বিষয়। টেস্ট ক্রিকেট লোয়ার অর্ডারে যারা ব্যাটিং করে তাদের ম্যাচে ইনপুট দেওয়াটা দরকার। তবে বিষয়টি উন্নতি একদিনে হবে না। তবে তারা কিন্তু চেষ্টা করছে উন্নতি করার। তাসকিন কিন্তু ভালো ব্যাটিং করে। জিম্বাবুয়ে সিরিজে ৭০ রানের (আসলে ১৯১) মতো জুটি গড়েছে। রিয়াদ ভাইয়ের সাথে। মাউন্ট মঙ্গানুইয়েও ভালো খেলেছিল।'
মুমিনুল জানান আগের চেয়ে কিছুটা হরৈও উন্নতি হয়েছে। তবে একদিনে বা রাতারাতি উন্নতি করা সম্ভব নয়। তিনি বলেন, ‘এখন কিন্তু অনেকটা বেটার আগের থেকে অনেকটা বেটার। টেস্টে ক্রিকেটে আমরা আগের টেস্ট ম্যাচটা জিতেছি আগে হয়তো হারতাম। এখন কিন্তু প্রত্যাশা একটু বেড়েছে। এখন কিন্তু সবাই চায় ব্যাটিংটা করতে। এবাদত কিন্তু আগে প্রথম বলেই আউট হতো। পাকিস্তান সিরিজে ১০-১২টা বল খেলেছে। এখন ডে বাই ডে ইমপ্রুভ হচ্ছে তবে অনেক বড় ইমপ্রুভ এখন হবে না আস্তে আস্তে ইমপ্রুভ হচ্ছে।’


আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।