ঢাকা | সোমবার, ১৩ মে ২০২৪, ২৯ বৈশাখ ১৪৩১

দল একই আছে, শুধু আমি নেই: মাশরাফি

নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৮ মার্চ ২০২২ ০৭:৫০

মাশরাফি বিন মর্তুজা। ফাইল ছবি মাশরাফি বিন মর্তুজা। ফাইল ছবি

নিউজ ডেস্কঃ বাংলাদেশ ক্রিকেটে চিরস্মরণীয় হয়ে থাকবে সাবেক কাপ্তান মাশরাফি বিন মর্তুজার নাম৷ জীবনের ঝুঁকিকে তোয়াক্কা না করে লাল-সবুজের পতাকার টানে যা করেছে তা অনন্য৷ মাঠের নেতা মাঠের বাইরেও ছিলেন সকলের আইডল৷ নিজে যতটা লড়াই করেছেন নিজের পায়ের বিরুদ্ধে তার থেকেও বেশি লড়াই শিখিয়েছেন মাঠের খেলাতে৷ হেরে যাওয়ার আগে হার মানা যাবে না এমন দিক্ষায় বিশ্বক্রিকেটে এগিয়ে নিয়েছে দলকে৷ 

জাতীয় দলের অধিনায়কত্ব ছাড়লেও খেলতে চেয়েছিলেন রঙ্গিন জার্সিতে৷ তবে কিছুটা অভিমানে ছেড়েছেন দায়িত্ব সেটি আলাদাভাবে বলার নেই ৷ ঘরোয়া লীগ খেললেও এখন জাতীয় দলে খেলার নেই কোন পরিকল্পনা নড়াইল এক্সপ্রেসের৷ 

জাতীয় দল প্রসঙ্গে মাশরাফি বলেছেন, 'প্রায় একই দল। শুধু আমার অনুপস্থিতি আছে। কোনো পার্থক্য নেই। আগেও বলেছি ওয়ানডে দল ২০১৫ থেকে ভালো খেলছে এবং এখন যে মুহুর্তে আছে আমরা প্রত্যাশা করতে পারি। সেটা শুধু মানুষ না, খেলোয়াড়রাও বিশ্বাস করে। কারণ প্রায় ৫-৬ বছর ধরে ঘরের মাঠে বেশিরভাগ সিরিজই আমরা জিতেছি।'

মাশরাফি আরও বলেন, 'দেশের বাইরেও কিছু কিছু টুর্নামেন্টে আমরা ভালো খেলেছি এবং ত্রিদেশীয় সিরিজও আমরা প্রথমবার দেশের বাইরে জিতেছি। দেশের বাইরে আমরা জেতা শুরু করেছিলাম। এখন আমরা আরেকটা পর্যায়ে গিয়েছি, সিরিজ জিতেছি এবং এই পারফরম্যান্সটা ধরে রাখা এখন গুরুত্বপূর্ণ।'

 

 

-নট আউট/এমআরএস/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।