ঢাকা | সোমবার, ১৩ মে ২০২৪, ২৯ বৈশাখ ১৪৩১

আইপিএলের আগে দেশের ক্রিকেট, পুরস্কার প্রাপ্য তাসকিনের

স্পেশাল করেসপন্ডেন্ট
প্রকাশিত: ২৮ মার্চ ২০২২ ০৩:১১

মাশরাফি ও তাসকিন আহমেদ। ফাইল ছবি মাশরাফি ও তাসকিন আহমেদ। ফাইল ছবি

স্পেশাল করেসপন্ডেন্ট: লখনউ সুপার জায়ান্টসের প্রস্তাবটা অসময়ে এসেছিল, বলতেই হবে। ক্যারিয়ারে প্রথমবার আইপিএল খেলার সুযোগ পেয়েও তাই যেতে পারলেন তাসকিন আহমেদ। বাংলাদেশ দলের দক্ষিণ আফ্রিকা সফর ও মে মাসে শ্রীলঙ্কার বিপক্ষে হোমে টেস্ট সিরিজ থাকায় আইপিএল খেলার ছাড়পত্র পাননি তাসকিন।

বিসিবি তাকে ছাড়েনি। দুর্দান্ত ফর্মে থাকা এ পেসারের স্বপ্ন পূরণের সুযোগ হাতছাড়া হয়েছে। আইপিএল না খেলে দেশের জন্য খেলায় তাসকিনকে পুরস্কার দেয়া উচিত বিসিবির। মাশরাফি বিন মুর্তজা এমনটাই মনে করেন।

কারণ আইপিএল না খেলায় আর্থিকভাবে বড় অঙ্কই হাতছাড়া হয়েছে তাসকিনের। সঙ্গে বোলার হিসেবে উন্নতির সুযোগও হারিয়েছেন তিনি। 

তাসকিনকে বিসিবির ক্ষতিপূরণ দেয়া উচিত কিনা প্রশ্নে মিরপুর স্টেডিয়ামে রোববার মাশরাফি বলেছেন, ‘অবশ্যই (পুরস্কার দেওয়ার প্রশ্নে)। আপনি যদি অ্যান্ডারসন এবং ব্রডের দিকে তাকান, ইসিবি কিন্তু তাদেরকে সবসময় ক্ষতিপূরণ ঠিক না, তাদেরকে এই পুরস্কারটা দেওয়া যেহেতু তারা আইপিএল না খেলে দেশকে সার্ভিস দিচ্ছে তাদেরকে নুন্যতম পুরস্কার দেওয়া। তখন হয়কি ক্রিকেটারদের ভালোলাগা কাজ করে, না বোর্ড আমাদের বিষয়টা দেখছে। তখন আমরা টেস্ট ক্রিকেট কেন যে কোনো ক্রিকেট খেলার জন্য প্রস্তুত।’

কয়েকবছর আগে পিএসএল না খেলে দেশের জন্য খেলায় বিসিবি মুস্তাফিজুর রহমানকে ক্ষতিপূরণ দিয়েছিল। তারই ধারাবাহিকতায় তাসকিনকেও ক্ষতিপূরণ দেয়া উচিত মনে করেন মাশরাফি।

 

-নট আউট/এমজেএ/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।