ঢাকা | সোমবার, ১৩ মে ২০২৪, ২৯ বৈশাখ ১৪৩১

আফ্রিকা জয় করে দেশে ফিরলেন সাকিব

নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৫ মার্চ ২০২২ ০৮:৫৪

সাকিব আল হাসান। ফাইল ছবি সাকিব আল হাসান। ফাইল ছবি

নিউজ ডেস্কঃ পারিবারিক জটিলতায় টালমাটাল সাকিব আল হাসান। দেশে মা ও তিন সন্তানসহ মোট পাঁচ স্বজন হাসপাতালে ভর্তি আছেন। এমন অবস্থায়ও দক্ষিণ আফ্রিকায় খেলা চালিয়ে গেছেন সাকিব। বুধবার তিন ম্যাচ সিরিজের শেষ ওয়ানডে খেলে দেশের উদ্দেশে রওয়ানা করেন তিনি। বুধবার রাত ৯টা ৪০ মিনিটে জোহানেসবার্গ থেকে ঢাকার ফ্লাইট ধরেন সাকিব। আজ বৃহস্পতিবার রাতে বাংলাদেশে এসে পৌঁছেছেন টাইগার অলরাউন্ডার।

সাকিব অবশ্য দেশে ফিরে পারিবারিক পরিস্থিতি বুঝে আবার দক্ষিণ আফ্রিকায় যেতে পারেন। সেক্ষেত্রে ৩১ মার্চ শুরু হতে যাওয়া দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে তাকে না পাওয়ার সম্ভাবনাই বেশি। ঢাকায় সব ঠিক থাকলে ৮ এপ্রিল দ্বিতীয় টেস্ট শুরুর আগে সেখানে হাজির হবেন সাকিব।

অসুস্থ হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন সাকিব আল হাসানের মা শিরিন আক্তার। সঙ্গে একমাত্র ছেলে আইজাহ আল হাসান ও ছোট মেয়ে ইরাম হাসান নিউমোনিয়াতে আক্রান্ত। তারাও ভর্তি আছেন দাদির সঙ্গে। অন্যদিকে বড় মেয়ে আলাইনা হাসান অব্রি ঠান্ডা-জ্বরে ভুগছেন। সব মিলিয়ে পারিবারিকভাবে বেশ সংকটময় মুহূর্ত পার করছেন টাইগার অলরাউন্ডার।

একই সঙ্গে সাকিবের শ্বাশুড়িও ক্যান্সারে আক্রান্ত। তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসা দেওয়া হচ্ছে।

এদিকে ওয়ানডে সিরিজস শেষ হওয়ায় আরো ৪ ক্রিকেটার দক্ষিণ আফ্রিকা ছাড়বেন। তারা হলেন- মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মুস্তাফিজুর রহমান ও নাসুম আহমেদ। মুস্তফিজ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ খেলতে সরাসরি ভারত যাবেন। বাকি ৩ ক্রিকেটার ফিরে আসবেন ঢাকায়।

 

-নট আউট/এমআরএস/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।