ঢাকা | মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩০ বৈশাখ ১৪৩১

বিজয়ের উল্লাস; নাকি আক্ষেপ

নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৩ মার্চ ২০২২ ২০:৪৭

সিরিজ নির্ধারণী ম্যাচ প্রোটিয়াদের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ছবিঃ ফাইল ফটো। সিরিজ নির্ধারণী ম্যাচ প্রোটিয়াদের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ছবিঃ ফাইল ফটো।

নিউজ ডেস্কঃ বাংলাদেশ ক্রিকেট ইতিহাসে একটা সময় ছিল যখন একটা ম্যাচ জয় মানেই আনন্দের ষোলকলা পূর্ণ৷ তবে দল এখন বড় হয়েছে, লড়াই করার মানসিকতা তৈরী হয়েছে খেলোয়াড়দের মাঝে৷ নিজ মাঠ কিংবা পরের ডেরাতে দাপট দেখাচ্ছে প্রায় সমান তালেই৷

তিন সংস্করণ মিলে এখন পর্যন্ত ১৯৯টি ম্যাচ জিতেছে বাংলাদেশ ক্রিকেট দল৷ আজ জিতলে পূর্ণ হবে ডাবল সেঞ্চুরি৷ সাথে দ্বিতীয় বারের মত আফ্রিকার বিরুদ্ধে সিরিজ জয়ের আনন্দে ভাসবে টিম টাইগার৷ দক্ষিণ আফ্রিকা সফরে প্রথম ম্যাচে দারুণ সাফল্য পেয়েছিল বাংলাদেশ। ইতিহাস গড়ে জিতেছিল লাল-সবুজের দল। সে ধারাবাহিকতা দ্বিতীয় ম্যাচে ধরে রাখতে পারেনি তারা। তারপরও আশাবাদী বাংলাদেশ।

দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথমবার ওয়ানডে সিরিজ জিততে চায় তারা। আজ বুধবার তৃতীয় ও শেষ ওয়ানডেতে প্রোটিয়াদের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। সিরিজের প্রথম ম্যাচে ৩৮ রানে জয় পায় বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার মাটিতে ক্রিকেটের যেকোনো ফরম্যাটে টাইগাদের এটি প্রথম সাফল্য। ১৯ ম্যাচ পর এই জয় পায় বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে সাত উইকেটের বড় ব্যবধানে হারে তারা।

সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে বসছে তৃতীয় ওয়ানডে। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৫টায়। এই ম্যাচে সাকিব আল হাসানের খেলা নিয়ে সংশয় ছিল। তাঁর পরিবারের কয়েকজন সদস্য হাসপাতালে। শেষ পর্যন্ত সাকিব সিদ্ধান্ত পরিবর্তন করেছেন, খেলবেন আজকের ম্যাচ। প্রথম ম্যাচের ঐতিহাসিক জয়ে বড় ভূমিকা ছিল সাকিবের। ৬৪ বলে ৭৭ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি।

এদিকে দ্বিতীয় ওয়ানডে হারের কারণে বাংলাদেশ দলে কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। অপরিবর্তিত একাদশ নিয়ে খেলার সম্ভাবনা বেশি। এদিকে ওয়ানডে ফরম্যাটে এখন পর্যন্ত বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা ২৪ ম্যাচে মুখোমুখি হয়েছে। দক্ষিণ আফ্রিকা জিতেছে ১৮ ম্যাচে, বাংলাদেশ জিতেছে পাঁচটিতে। একটি ম্যাচ বাতিল হয়।

 

- নট আউট/এমআরএস/ডব্লিউআর।



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

প্রথম ওয়ানডেতে হোঁচট খেল বিসিবি একাদশ

ভারতের এমএ চিরাম্বরম স্টেডিয়ামে সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল তামিলনাড়ু ক্রিক...

ভারত সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক সৈকত, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

জয়ের স্বপ্ন দেখিয়ে হেরে গেল বাংলাদেশ

৭৪ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রানের টার্গেটেই কঠিন বানিয়ে ফেলে ভারত।