ঢাকা | রবিবার, ১২ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

টেস্ট দলে মিরাজের বদলি নাঈম হাসান

স্পেশাল করেসপন্ডেন্ট
প্রকাশিত: ২৮ এপ্রিল ২০২২ ০২:৫৯

দেশীয় দুই অফ স্পিনার নাঈম ও মিরাজ। ছবি সংগৃহীত দেশীয় দুই অফ স্পিনার নাঈম ও মিরাজ। ছবি সংগৃহীত

স্পেশাল করেসপন্ডেন্ট: আঙুলের ইনজুরিতে পড়ে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের প্রথম টেস্ট দল থেকে ছিটকে পড়েছেন মেহেদী হাসান মিরাজ। সিরিজের দ্বিতীয় টেস্টেও তার ফেরা অনিশ্চিত। যদিও নির্বাচকরা আপাতত প্রথম টেস্টের জন্যই চিন্তা করছেন। তাই প্রথম টেস্টে মিরাজের বদলি হিসেবে ডাক পেয়েছেন নাঈম হাসান। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিসিবি।


গত ২৪ এপ্রিল বিকেএসপিতে ক্যাচ ধরতে গিয়ে ডান হাতের কনিষ্ঠ আঙুলে চোট পেয়ে মাঠ ছাড়েন মিরাজ। পরদিন ঢাকায় এক্সরে করার পর ধরা পড়েছে যে, তার আঙুলের হাড় কিছুটা নড়ে গেছে এবং আঙুলে চিড় রয়েছে। এখন পূর্ণ বিশ্রামে আছেন এ অফস্পিনার। দুই সপ্তাহ পর ব্যান্ডেজ খোলা হবে তার।


মিরাজ না থাকায় অফস্পিনার হিসেবে সম্ভাব্য বিকল্প ছিলেন নাঈমই। অনুমিতভাবেই দলে ডাক পেয়েছেন এ তরুণ অফস্পিনার। ২০২১ সালের ফেব্রুয়ারিতে মিরপুরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ক্যারিয়ারের সর্বশেষ টেস্ট খেলেছেন ২২ বছর বয়সী এ স্পিনার। বাংলাদেশের হয়ে ৭ টেস্টে ২৫ উইকেট নিয়েছেন তিনি।অবশ্য গত কয়েক সিরিজে ইনফর্ম মিরাজের কারণেই সুযোগ পাচ্ছিলেন না নাঈম। শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন হোম সিরিজে সেই মিরাজের বদলি হিসেবেই দলে ফিরলেন নাঈম।

প্রথম টেস্টের বাংলাদেশ দল: মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, ইয়াসির আলী চৌধুরী, তাইজুল ইসলাম, নাঈম হাসান, এবাদত হোসেন, খালেদ আহমেদ, নুরুল হাসান সোহান, রেজাউর রহমান রাজা, শহীদুল ইসলাম ও শরীফুল ইসলাম (ফিটনেস পরীক্ষায় পাস সাপেক্ষে)।

 

-নট আউট/এমজেএ/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

বাংলাদেশে শৃঙ্খলা ভঙ্গ, দেশে ফিরতে হলো লঙ্কান ক্রি...

শৃঙ্খলা ভঙ্গের দায়ে বাংলাদেশ সফরের মাঝপথে দেশে ডেকে পাঠানো হচ্ছে শ্রীলঙ্কান ব্যাটার ক...

বৃষ্টিতে অনিশ্চিত প্রথম টি-টোয়েন্টি

ক্যারিবিয়ান সাগরের দ্বীপ ডমিনিকা। কমনওয়েলথ ভুক্ত দেশ। ডমিনিকার মিডিয়া, ক্রিকেটপ্রেমীর...

শ্রীলংকার বিপক্ষে বল হাতে যথারীতি ভরসা সাকিব-তাইজু...

বাংলাদেশ ও শ্রীলংকার মধ্যকার ১২তম টেস্ট সিরিজ শুরু হতে যাচ্ছে চলতি মাসের ১৫তারিখ। সির...