ঢাকা | রবিবার, ১২ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

নিজের স্কিলে বিশ্বাসী শান্ত

নট আউট ডেস্ক
প্রকাশিত: ১০ অক্টোবর ২০২২ ০৬:৩৪

সংবাদ সম্মেলনে নাজমুল হোসেন শান্ত। ছবি সংগৃহীত সংবাদ সম্মেলনে নাজমুল হোসেন শান্ত। ছবি সংগৃহীত

নট আউট ডেস্কঃ বিশ্বকাপ স্কোয়াডে নাজমুল হোসেন শান্তর সুযোগ সামাজিক যোগাযোগ মাধ্যমে জন্ম দিয়েছে বড় ধরনের সমালোচনার। তবে সবকিছুকে ডোন্ট কেয়ার করে এই ওপেনারের প্রতি আস্থা রেখেছেন নির্বাচক থেকে শুরু করে ম্যানেজম্যান্ট। সেই আস্থার প্রতিদান কতটুকু দিয়েছে তা বিচার সাপেক্ষ্য। ত্রিদেশীয় সিরিজে নিউজিল্যান্ডের বিপক্ষে শান্ত খেলেছেন ২৯ বলে ৩৩ রানের ইনিংস। 

 

ত্রিদেশীয় সিরিজে নিজের প্রথম ইনিংস প্রসঙ্গে শান্তর অবশ্য আক্ষেপ রয়েছে। শান্ত বলেন, ‘আমি যেহেতু সেট ছিলাম। যদি লম্বা করতে পারতাম ইনিংসটা ভালো হতো। ওটাই লক্ষ্য থাকবে, সামনে সুযোগ আসলে বড় ইনিংস খেলতে চেষ্টা করব।’

 

শান্ত পারফর্ম নিয়ে খুশি এমন ব্যক্তি হয়তো খুব বেশি পাওয়া যাবে না। তবে দিন শেষে নিজেই নিজের প্রতি অগাধ বিশ্বাস রাখেন তিনি। ম্যাচ শেষ সংবাদ সম্মেলনে শান্ত বলেন, ‘আমি আমার স্কিলের ব্যাপারে সবসময় বিশ্বাস করি। একটা খারাপ সময় গেছে, চেষ্টা করব সামনে সুযোগ এলে ভালোভাবে কন্টিনিউ করতে।’

 

 

চারিদিকে প্রবল সমালোচনা থাকলেও নিজে খুব বেশি চাপে ছিলেন না বলে জানিয়েছেন শান্ত। চাপ প্রসঙ্গে শান্ত বলেন, ‘না, ওইরকম চাপে ছিলাম না সত্যি বলতে। কারণ টিম ম্যানেজম্যান্ট, কোচিং স্টাফ, নির্বাচক থেকে সবসময় একটা সাপোর্ট পেয়েছি। সবাই পাশে ছিল।’ 

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

হেসেখেলেই পাকিস্তানকে হারাল কিউইরা

বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানের ব্যাট হাসলেই হাসে পাকিস্তান। এই কথাটিই যেন পাকিস্তানের...

ত্রিদেশীয় সিরিজে চ্যাম্পিয়ন পাকিস্তান

বিশ্বকাপের আগে ত্রিদেশীয় সিরিজে নিউজিল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন পাকিস্তান

রিজওয়ানের ব্যাটে পাকিস্তানের সংগ্রহ ‘১৬৭’

রিজওয়ান-বাবরের উদ্বোধনী জুটিতেই ৫২ রান। এরপর ২২ রান করা বাবরকে ফিরিয়ে বাংলাদেশকে দিনে...