ঢাকা | রবিবার, ১৬ জুন ২০২৪, ১ আষাঢ় ১৪৩১

ব্যাঙ্গালুরুকে হারিয়ে আইপিএলে টিকে থাকল রাজস্থান

নট আউট ডেস্ক
প্রকাশিত: ২২ মে ২০২৪ ২৩:৫৯

প্লে-অফেই থেমেছে আরসিবি। ছবি: আইপিএল প্লে-অফেই থেমেছে আরসিবি। ছবি: আইপিএল

নট আউট ডেস্কঃ এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) প্রত্যাবর্তনের অসাধারণ গল্পই লেখে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। টুর্নামেন্টের শুরুর ৮ ম্যাচের মধ্যেই ৭টিতে হেরেছিল দলটি। এরপর অবিশ্বাস্যভাবেই টুর্নামেন্টে টিকে থাকে তারা। বাঁচা-মরার লড়াইয়ে গ্রুপ পর্বের শেষ ম্যাচে চেন্নাইকে হারিয়ে নিশ্চিত করে শেষ চার।

এলিমিনেটর ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু প্রতিপক্ষ হিসেবে পেয়েছিল রাজস্থান রয়্যালস। যারা কিনা আসরের শুরুর দিকে টেবিলের চূড়া দখল করে রেখেও, টানা হারে শেষ চারে উঠে তিনে থেকেই। আহমেদাবাদে এলিমিনেটরের এই ম্যাচে আগে ব্যাট করা ব্যাঙ্গালুরু পেয়েছিল মাঝারি সংগ্রহ।

সেটা টপকাতে নেমে ৪ উইকেটের জয় তুলে নেয় রাজস্থান। ফলে, টুর্নামেন্ট থেকে ব্যাঙ্গালুরুর বিদায় ঘণ্টা বাজিয়ে টিকে থাকল দলটি। দ্বিতীয় কোয়ালিফায়ারে রাজস্থান প্রতিপক্ষ হিসেবে পাচ্ছে, প্রথম কোয়ালিফায়ার ম্যাচে হারা সানরাইজার্স হায়দ্রাবাদকে। এই ম্যাচের জয়ী দল আগামী রোববার মেগা ফাইনালে মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্সের 



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

লিটনের পর সাকিবের ঠিকানা কলকাতায়

লিটন দাসের পর দ্বিতীয় ধাপে দল পেলেন টাইগার তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। ভিত্তিমূল...

আইপিএলে দল পেলেন লিটন দাস

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দল পেলেন টাইগার তারকা ব্যাটার লিটন দাস। প্রথম দফায় অ...

আইপিএল নিলামের চূড়ান্ত তালিকায় বাংলাদেশের ‘৪’

দেশী-বিদেশী সর্বমোট ৯৯১ জন ক্রিকেটার করেছিলেন নিবন্ধন। যার মধ্যে ছিল ৬ বাংলাদেশী ক্রি...