ঢাকা | বুধবার, ১ মে ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

সহজ ম্যাচটা কঠিন করে জিতল মুম্বাই

নট আউট ডেস্ক
প্রকাশিত: ১৯ এপ্রিল ২০২৪ ০০:২২

পারলেন না আশুতোষ। ছবি: আইপিএল পারলেন না আশুতোষ। ছবি: আইপিএল

নট আউট ডেস্কঃ চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) শুরুটা যুতসই হয়নি মুম্বাই ইন্ডিয়ান্সের। যদিও টুর্নামেন্টের মাঝপথে এসে লড়াইয়ে ফিরতে শুরু করেছে হার্দিক পান্ডিয়ার দলটি। অন্যদিকে পাঞ্জাব কিংসও আইপিএলে রীতিমতো ধুঁকছে। দুই দলের অবস্থান তাই হয়েছে পয়েন্ট টেবিলের শেষ দিকে। লড়াইয়ে টিকে থাকতে পাঞ্জাবের ঘরের মাঠ এদিন মুখোমুখি হয়েছিল এই দুই দল। যেখানে শ্বাসরুদ্ধকর ম্যাচে তীরে এসেই ডুবেছে স্বাগতিক পাঞ্জাব।

মুম্বাইয়ের দেওয়া ১৯৩ রানের পাহাড় টপকাতে নেমে শুরুতেই জাসপ্রিত বুমরাহ ও কোল্টেজের তোপের মুখে পড়ে পাঞ্জাব। তাতেই দলীয় পঞ্চাশ পার করার আগে স্বাগতিকরা হারায় ৫ উইকেট। এরপর নিয়মিত বিরতিতে পাঞ্জাব উইকেট হারালে ম্যাচ হয়ে যায় একপেশে। বাকিরা এদিন আসা যাওয়ার মিছিলে ব্যস্ত থাকলেও, অন্যপ্রান্তে অসম্ভবকে সম্ভব করার প্রতিজ্ঞা নিয়েই যেন মাঠে নামেন আশুতোষ শর্মা।

মুম্বাইয়ের বোলারদের উপর ছড়ি ঘুরিয়ে একাই ম্যাচটাকে আনার চেষ্টা করেন পাঞ্জাবের দিকে। তুলে নেন ঝড়ো ফিফটি। তাতেই ম্যাচে ফিরে পাঞ্জাব। জয়ের জন্য শেষ তিন ওভারে স্বাগতিকদের প্রয়োজন ছিল ২৫ রান। কোল্টেজকে উড়িয়ে মারতে গিয়ে বাউন্ডারি লাইনে ক্যাচ দিয়ে ফিরেন আশুতোষ। তাতেই ম্যাচে ফেরে মুম্বাই।

আশুতোষ বিদায়ের আগে ২ চার ও ৭ ছক্কায় খেলেন ৬১ রানের তারকাখচিত ইনিংস। এরপর কাগিসো রাবাদা ছয় হাঁকিয়ে পাঞ্জাবের আশার সঞ্চার করলেও শেষ রক্ষা হয়নি। শেষ ওভারে ১৩ রানের সমীকরণ মেলাতে গিয়ে রান আউটে পড়েন কাটা। তাতেই ৯ রানের জয় পায় মুম্বাই।



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

লিটনের পর সাকিবের ঠিকানা কলকাতায়

লিটন দাসের পর দ্বিতীয় ধাপে দল পেলেন টাইগার তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। ভিত্তিমূল...

আইপিএলে দল পেলেন লিটন দাস

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দল পেলেন টাইগার তারকা ব্যাটার লিটন দাস। প্রথম দফায় অ...

আইপিএল নিলামের চূড়ান্ত তালিকায় বাংলাদেশের ‘৪’

দেশী-বিদেশী সর্বমোট ৯৯১ জন ক্রিকেটার করেছিলেন নিবন্ধন। যার মধ্যে ছিল ৬ বাংলাদেশী ক্রি...