ঢাকা | মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

৯০ রানের টার্গেট, ৫৩ বলে টপকাল দিল্লি

নট আউট ডেস্ক
প্রকাশিত: ১৭ এপ্রিল ২০২৪ ২৩:১৬

পাত্তা পায়নি গুজরাট। ছবি: আইপিএল পাত্তা পায়নি গুজরাট। ছবি: আইপিএল

নট আউট ডেস্কঃ চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) তলানির দিকেই অবস্থান করছে গুজরাট টাইটান্স ও দিল্লি ক্যাপিটালস। প্লে-অফের দৌড়ে থাকতে দু'দলের জন্যই সামনের ম্যাচ গুলো সমান গুরুত্বপূর্ণ। গুজরাটের ঘরের মাঠ আহমেদাবাদে বুধবার মুখোমুখি হয়েছিল এই দুই দল। যেখানে স্বাগতিকদের স্রেফ উড়িয়ে দিয়েছে দিল্লি ক্যাপিটালস।

আহমেদাবাদে বোলারদের নৈপুণ্যে মাত্র ৯০ রানের টার্গেট পেয়েছিল দিল্লি ক্যাপিটালস। সেই রান তাড়া করতে নেমে জয়ের বন্দরে নোঙ্গর ভেড়াতে দিল্লির লেগেছে মোটে ৫৩ বল। ৬ উইকেটের দাপুটে জয়ে শেষ চারের রেসে বেশ ভালোভাবেই টিকে থাকল দলটি। দিল্লির পক্ষে এদিন সর্বোচ্চ ২০ রান করেন জ্যাক প্রেসার। এছাড়া শাই হোপ করেন ১৯ রান।

এর আগে ব্যাট করে দিল্লির বোলারদের তোপে মাত্র ৮৯ রানে গুটিয়ে যায় গুজরাট। ২ চার ও ১ ছক্কায় ইনিংস সর্বোচ্চ ৩১ রান করেন রশিদ খান। এছাড়া সাই সুদর্শন ১২ ও রাহুল তেওয়াটিয়া করেন ১০ রান। বাকিদের কেউই স্পর্শ করতে পারেনি দুই অঙ্কের ঘর। দিল্লির পক্ষে ৩ উইকেট নেন মুকেশ কুমার। এছাড়া ইশান শর্মা ও ট্রিস্টান স্ট্রাবস নেন ২ উইকেট করে।

 

-নট আউট/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

লিটনের পর সাকিবের ঠিকানা কলকাতায়

লিটন দাসের পর দ্বিতীয় ধাপে দল পেলেন টাইগার তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। ভিত্তিমূল...

আইপিএলে দল পেলেন লিটন দাস

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দল পেলেন টাইগার তারকা ব্যাটার লিটন দাস। প্রথম দফায় অ...

আইপিএল নিলামের চূড়ান্ত তালিকায় বাংলাদেশের ‘৪’

দেশী-বিদেশী সর্বমোট ৯৯১ জন ক্রিকেটার করেছিলেন নিবন্ধন। যার মধ্যে ছিল ৬ বাংলাদেশী ক্রি...