ঢাকা | মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১

পারফরম্যান্সে অখুশি রশিদ খান

নট আউট ডেস্ক
প্রকাশিত: ১৬ এপ্রিল ২০২৪ ১৯:১১

রশিদ খান। ফাইল ছবি রশিদ খান। ফাইল ছবি

নট আউট ডেস্কঃ ইনজুরিতে দীর্ঘদিন ধরেই মাঠের বাইরে ছিলেন আফগান তারকা রশিদ খান। চোট কাটিয়ে ফিরেছেন প্রতিযোগিতামূলক ক্রিকেটেও। চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) শুরু থেকেই খেলছেন গুজরাট টাইটান্সের হয়ে খেলা রশিদ। যদিও শুরুর দিকে এই তারকা ছন্দ খুঁজে পাননি। তবে, আস্তে আস্তে ফিরতে শুরু করেছে পুরনো ফর্ম৷ 

গত আসরে যৌথভাবে রশিদ খান ছিলেন আসরের সর্বোচ্চ উইকেট সংগ্রাহক। চলতি আসরে অবশ্য খানিকটা পিছিয়েই আছেন। এখন পর্যন্ত সেরা কুড়ির মধ্যেও জায়গা হয়নি তার। গুজরাটের হয়ে ৬ ম্যাচ খেলা রশিদ সর্বসাকুল্যে নিয়েছেন ৬ উইকেট। তাই নিজের পারফরম্যান্স নিয়ে পুরোপুরি খুশি নন এই আফগান তারকা। 

সম্প্রতি বার্তা সংস্থা এএনআই-কে দেওয়া সাক্ষাৎকারে রাশিদ বলেন, চাওয়া অনুযায়ী উইকেট না পাওয়ায় এখনও খুশি হতে পারছেন না। তিনি বলেছেন, ‘অস্ত্রোপচারের পর প্রথম তিন ম্যাচে আমি কিছুটা ভুগেছি। ছন্দে ফেরাটা সহজ ছিল না। গত দুই-তিন ম্যাচের পারফরম্যান্সে আমি খুব খুশি। শরীর আমাকে যেভাবে বোলিং উপভোগ করতে দিয়েছে আমি সেভাবে খেলেছি এবং এতে আমি বেশ খুশি। শিকার ধরার দিক থেকে আমি খুশি নই।’

বল হাতে সেভাবে আলো কাড়তে না পারলেও রশিদ খান ব্যাট হাতে দলের জয়ে রাখছেন অবদান। দলের ছোট ছোট ভূমিকায় অবদান রাখতে পারাতেই খুশি এই তারকা। তিনি আরও বলেছেন, ‘কখনও কখনও আপনাকে ছোট ভূমিকাও পালন করতে হয়, যা দলকে ম্যাচ জিততে সহায়তা করে এবং আমি সেই ভূমিকা পালন করার যথাসাধ্য চেষ্টা করছি। ম্যাচের যেকোনো অংশে খেলার মোমেন্টাম পরিবর্তন করতে আমার সেরাটা দেওয়ার চেষ্টা করি। শেষ আট ম্যাচে আরও বেশি উইকেট নেওয়ার জন্য সর্বোচ্চটা দেব।’

 

-নট আউট/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

লিটনের পর সাকিবের ঠিকানা কলকাতায়

লিটন দাসের পর দ্বিতীয় ধাপে দল পেলেন টাইগার তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। ভিত্তিমূল...

আইপিএলে দল পেলেন লিটন দাস

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দল পেলেন টাইগার তারকা ব্যাটার লিটন দাস। প্রথম দফায় অ...

আইপিএল নিলামের চূড়ান্ত তালিকায় বাংলাদেশের ‘৪’

দেশী-বিদেশী সর্বমোট ৯৯১ জন ক্রিকেটার করেছিলেন নিবন্ধন। যার মধ্যে ছিল ৬ বাংলাদেশী ক্রি...