ঢাকা | সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

একপেশে ফাইনালে বিপিএল চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল

নট আউট ডেস্ক
প্রকাশিত: ১ মার্চ ২০২৪ ২১:৫৪

বিপিএলের নয়া চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। ছবি: ফেসবুক বিপিএলের নয়া চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। ছবি: ফেসবুক

নট আউট ডেস্কঃ বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফাইনালে কখনো হারেনা কুমিল্লা ভিক্টোরিয়ান্স। আবার বিপিএলের ফাইনালে কখনো জিতে না ফরচুন বরিশাল। বিপিএলের দশম আসরের মেগা ফাইনাল মাঠে গড়ানোর আগেও এই কথাটাই যেন চিরন্তন সত্য। তবে, ফাইনাল শেষে সে কথাটা বলার সুযোগ অবশ্য নেই। কেননা, কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে প্রথমবার ফাইনাল হারের স্বাদ দিয়ে, ম্যাচের অধিকাংশ সময়ে একক আধিপত্য দেখিয়ে প্রথমবারের মতো বিপিএল শিরোপা ঘরে তুললো ফরচুন বরিশাল। 

মিরপুরে এদিন টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় ফরচুন বরিশাল। ব্যাটিংয়ে নেমে কুমিল্লা পড়ে ব্যাটিং বিপর্যয়ে। তাতে বড় সংগ্রহের স্বপ্নটা শেষ হয়ে যায় দলটির। যদিও শেষ দিকে আন্দ্রে রাসেলের ছোটখাটো একটা ক্যামিওতে ১৫৪ রানের লড়াকু সংগ্রহ দাঁড় করায় কুমিল্লা। সেই রান তাড়া করতে নামা ফরচুন বরিশাল তামিম-মিরাজে পায় উড়ন্ত সূচনা। এরপর ইনফর্ম কাইল মায়ার্স ঝড়ে রীতিমতো দাপট দেখিয়ে ম্যাচ জিতে নেয় বরিশাল। তাতেই বিপিএল ইতিহাসে প্রথমবার শিরোপা ঘরে তোলার সুযোগ পেল দলটি।



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

লিটনের পর সাকিবের ঠিকানা কলকাতায়

লিটন দাসের পর দ্বিতীয় ধাপে দল পেলেন টাইগার তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। ভিত্তিমূল...

আইপিএলে দল পেলেন লিটন দাস

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দল পেলেন টাইগার তারকা ব্যাটার লিটন দাস। প্রথম দফায় অ...

আইপিএল নিলামের চূড়ান্ত তালিকায় বাংলাদেশের ‘৪’

দেশী-বিদেশী সর্বমোট ৯৯১ জন ক্রিকেটার করেছিলেন নিবন্ধন। যার মধ্যে ছিল ৬ বাংলাদেশী ক্রি...