মেগা ফাইনালে টস হারল কুমিল্লা, ফিল্ডিংয়ে বরিশাল
প্রকাশিত: ১ মার্চ ২০২৪ ১৮:০৭
নট আউট ডেস্কঃ বেজেছে বিদায়ের ঘণ্টা। আর কিছুক্ষণ বাদেই পর্দা উঠতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসরের। মেগা ফাইনালে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের প্রতিপক্ষ ফরচুন বরিশাল। ফাইনালের টস ভাগ্য সহায় হয়েছে ফরচুন বরিশাল অধিনায়ক তামিম ইকবালের। টস জিতে দলটি আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে।
বিপিএলে এখন পর্যন্ত চারটি ফাইনাল খেলেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। চার বারই চ্যাম্পিয়নের মুকুট পড়ে দলটি। অন্য দিকে তিনবার ফাইনাল খেলা হলেও কখনোই শিরোপার স্বাদ পায়নি ফরচুন বরিশাল। এবার তামিমদের সামনে সুযোগ বরিশালকে কাঙ্ক্ষিত সেই জয় উপহার দেওয়ার।
মেগা ফাইনালে পরিবর্তীত একাদশ নিয়ে মাঠে নামছে তামিম ইকবালের দল। অন্যদিকে এক পরিবর্তন নিয়ে মাঠে নামছে চারবারের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স। চার ম্যাচ পর ইনজুরি কাটিয়ে একাদশে ফিরেছেন মোস্তাফিজুর রহমান। তাতেই বাদ পড়েছেন মুশফিক হাসান।
ফরচুন বরিশাল একাদশ : তামিম ইকবাল (অধিনায়ক), সৌম্য সরকার, কাইল মায়ার্স, ডেভিড মিলার, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, জেমস ফুলার, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, ওবেদ ম্যাকয় ও তাইজুল ইসলাম।
কুমিল্লা ভিক্টোরিয়ান্স একাদশ : লিটন দাস (অধিনায়ক), মাহিদুল ইসলাম অঙ্কন, তাওহীদ হৃদয়, জনসন চালর্স, জাকের আলী, মঈন আলি, আন্দ্রে রাসেল, সুনিল নারিন, রোহানতদৌল্লাহ বর্ষণ, মোস্তাফিজুর রহমান ও তানভীর ইসলাম
-নট আউট/টিএ
লিটনের পর সাকিবের ঠিকানা কলকাতায়
লিটন দাসের পর দ্বিতীয় ধাপে দল পেলেন টাইগার তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। ভিত্তিমূল...
আইপিএলে দল পেলেন লিটন দাস
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দল পেলেন টাইগার তারকা ব্যাটার লিটন দাস। প্রথম দফায় অ...
আইপিএল নিলামের চূড়ান্ত তালিকায় বাংলাদেশের ‘৪’
দেশী-বিদেশী সর্বমোট ৯৯১ জন ক্রিকেটার করেছিলেন নিবন্ধন। যার মধ্যে ছিল ৬ বাংলাদেশী ক্রি...
আপনার মূল্যবান মতামত দিন: