ঢাকা | সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১

ফাইনালের আগে শাস্তির মুখে পড়লেন লিটন

নট আউট ডেস্ক
প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি ২০২৪ ১৬:২৩

শাস্তি পেলেন লিটন। ছবি: বিসিবি শাস্তি পেলেন লিটন। ছবি: বিসিবি

নট আউট ডেস্কঃ বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসরে প্রথম দল হিসেবে ফাইনাল নিশ্চিত করে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স। প্রথম কোয়ালিফায়ারের রংপুর রাইডার্সকে হারিয়েছে তারা। দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়ে কোয়ালিফায়ার ম্যাচে ম্যাচসেরা হয়েছেন কুমিল্লার অধিনায়ক লিটন দাস। 

এদিকে ম্যাচসেরার পুরষ্কার বাগিয়ে নিয়েও দুঃসংবাদ শুনতে হলো কুমিল্লার অধিনায়ককে। রংপুরের বিপক্ষে কোয়ালিফায়ার ম্যাচের এক অনাঙ্ক্ষিত ঘটনায় শাস্তির মুখে পড়েছেন লিটন। ম্যাচ চলাকালীন অনফিল্ড আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতের সঙ্গে মাঠেই বাকবিতণ্ডায় জড়ান কুমিল্লার কাপ্তান। ঘটনার এক পর্যায়ে সৈকতের দিকে তেড়েও গিয়েছিলেন লিটন। অনুমেয়ভাবেই তাই শাস্তির মুখে পড়তে হচ্ছে তাকে। 

ঘটনাটা মূলত রংপুরের ইনিংসের অষ্টম ওভারের। স্পিনার তানভীর ইসলালের একটি ডেলিভারিতে স্ট্যাম্পিং করেন লিটন। স্বাভাবিকভাবেই স্ট্যাম্পিংয়ের আবেদন জানান কুমিল্লার অধিনায়ক, তৎক্ষনাৎ নট আউট ঘোষণা করেন লেগ আম্পায়ার হিসেবে থাকা সৈকত। বিষয়টি যেন মেনে নিতে পারেননি লিটন। ওভার শেষে আম্পায়ারের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন তিনি।

এ ঘটনার জের ধরে লিটনের বিরুদ্ধে বিপিএলের আচরণবিধি লঙ্ঘনেরঅভিযোগ আনা হয়েছে। দোষী প্রমাণিত হওয়ায় লিটনকে পড়তে হচ্ছে শাস্তির মুখে। এছাড়া ম্যাচ ফি'র ১৫ শতাংশ জরিমানা ও নামের পাশে এক ডিমেরিট পয়েন্ট যুক্ত করা হয়েছে। লিটনের শাস্তির বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন বিপিএলের টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান রকিবুল হাসান।

 

-নট আউট/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

লিটনের পর সাকিবের ঠিকানা কলকাতায়

লিটন দাসের পর দ্বিতীয় ধাপে দল পেলেন টাইগার তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। ভিত্তিমূল...

আইপিএলে দল পেলেন লিটন দাস

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দল পেলেন টাইগার তারকা ব্যাটার লিটন দাস। প্রথম দফায় অ...

আইপিএল নিলামের চূড়ান্ত তালিকায় বাংলাদেশের ‘৪’

দেশী-বিদেশী সর্বমোট ৯৯১ জন ক্রিকেটার করেছিলেন নিবন্ধন। যার মধ্যে ছিল ৬ বাংলাদেশী ক্রি...