ঢাকা | মঙ্গলবার, ২১ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১

চাহাল-জয়সওয়ালের রেকর্ডের রাতে দাপুটে জয় রাজস্থানের

নট আউট ডেস্ক
প্রকাশিত: ১২ মে ২০২৩ ০৫:১১

জয়সওয়াল-চাহালের অন্যন্য কীর্তি। ছবি: আইপিএল জয়সওয়াল-চাহালের অন্যন্য কীর্তি। ছবি: আইপিএল

নট আউট ডেস্কঃ চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) শুরুটা দুর্দান্তই করেছিল রাজস্থান রয্যালস। তবে মাঝপথে এসেই দলটি হারিয়েছিল খেই। শেষ চারের টিকিট কাটতে শেষের ম্যাচগুলো হয়ে দাঁড়িয়েছে গুরুত্বপূর্ণ। এমনই গুরুত্বপূর্ণ ম্যাচে বৃহস্পতিবার কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি হয়েছিল সঞ্জু স্যামসনের দল। যুজবেন্দ্র চাহালের রেকর্ড গড়া বোলিংয়ের পর, জয়সওয়ালের রেকর্ড গড়া ব্যাটিংয়ে দাপুটে জয় তুলে নিয়েছে রাজস্থান রয্যালস।

ইডেন গার্ডেন্সে এদিন আগে ব্যাট করে, নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪৯ রান সংগ্রহ করে কলকাতা নাইট রাইডার্স। দলের পক্ষে সর্বোচ্চ ৫৭ রান করেন ভেঙ্কাটেশ আইয়ার। আইপিএল ইতিহাসের সর্বাধিক উইকেটের মালিক বনে যাওয়ার দিনে, ৪ উইকেট শিকার করেন চাহাল। জবাবে আইপিএলে ইতিহাসে দ্রুততম হাফ সেঞ্চুরি তুলে নেওয়ার দিনে জয়সওয়ালের ৯৮ রানের ইনিংসে ভর করে ৪১ বল ও ৯ উইকেট হাতে রেখেই বড় জয় তুলে নিয়েছে রাজস্থান রয্যালস।

১৫০ রানের মাঝারি সংগ্রহ তাড়া করতে নেমে জয়সওয়ালের ব্যাটে উড়ন্ত সূচনা পায় রাজস্থান রয্যালস। ইনিংসের প্রথম ওভারেই নিতিশ রানাকে পিটিয়ে তুলেন ২৬ রান। এরপর আর পেছনে তাকাননি। দ্বিতীয় ওভারে জস বাটলার রান আউটে কাটা পড়লেও, অন্যপ্রান্তে রীতিমতো ঝড় তোলেন জয়সওয়াল। তাতেই মাত্র ১৩ বলে হাফ সেঞ্চুরি তুলে নেন এই ওপেনার। যা আইপিএলের ইতিহাসে দ্রুততম হাফ সেঞ্চুরি করার রেকর্ড। 

হাফ সেঞ্চুরির পরও থেমে থাকেনি জয়সওয়ালের ব্যাট। তাকে দারুণ সঙ্গ দিয়েছেন অধিনায়ক সঞ্জু স্যামসন। এই দু'জনের ঝড়ে পাওয়ার প্লে'র মধ্যেই ৭৮ রান তুলে নেয় রাজস্থান। এরপর ৪৯ বলেই দলটি পেরোয় দলীয় একশ রানের গণ্ডি। শেষ পর্যন্ত এই দু'জনের অবিচ্ছিন্ন শতাধিক রানের জোট ভাঙতে পারেনি কলকাতার বোলাররা।

তাতেই মাত্র ১৩.১ ওভারে লক্ষ্যে পৌঁছে যায় রাজস্থান রয্যালস। ১২ চার ও ৫ ছক্কায় ৪৭ বলে ৯৮ রানে অপরাজিত থাকেন যশস্বী জয়সওয়াল। ২ চার ও ৫ ছক্কায় ২৯ বলে সঞ্জু স্যামসন অপরাজিত থাকেন ৪৮ রানে। এই জয়ে মুম্বাইকে সরিয়ে টেবিলের তিনে উঠে এসেছে রাজস্থান রয্যালস।

 

-নট আউট/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

লিটনের পর সাকিবের ঠিকানা কলকাতায়

লিটন দাসের পর দ্বিতীয় ধাপে দল পেলেন টাইগার তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। ভিত্তিমূল...

আইপিএলে দল পেলেন লিটন দাস

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দল পেলেন টাইগার তারকা ব্যাটার লিটন দাস। প্রথম দফায় অ...

আইপিএল নিলামের চূড়ান্ত তালিকায় বাংলাদেশের ‘৪’

দেশী-বিদেশী সর্বমোট ৯৯১ জন ক্রিকেটার করেছিলেন নিবন্ধন। যার মধ্যে ছিল ৬ বাংলাদেশী ক্রি...