ঢাকা | মঙ্গলবার, ২১ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১

ব্রাভোকে স্পর্শ করে অন্যন্য কীর্তি গড়লেন চাহাল

নট আউট ডেস্ক
প্রকাশিত: ৮ মে ২০২৩ ২০:৪৫

যুজবেন্দ্র চাহাল। ছবি: আইপিএল যুজবেন্দ্র চাহাল। ছবি: আইপিএল

নট আউট ডেস্কঃ রবিবার রাতে রাজস্থান রয্যালসকে হারিয়ে নাটকীয় এক জয়ের দেখা পেয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ। দল হারলেও বল হাতে দুর্দান্ত ছিলেন রাজস্থান রয্যালসের তারকা স্পিনার যুজবেন্দ্র চাহাল। তাতেই নয়া এক কীর্তি গড়ে ফেলেছেন এই লেগি। আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ উইকেট সংগ্রাহক হওয়ার অন্যন্য নজির গড়েছেন চাহাল।

আইপিএলের ইতিহাসে এতোদিন পর্যন্ত সর্বোচ্চ উইকেটের মালিক ছিলেন ক্যারিবীয় তারকা ডোয়েন ব্রাভো। রবিবার রাতে ব্রাভো সেই কীর্তিতে ভাগ বসিয়েছেন চাহাল। যুগ্মভাবে দু'জনই এখন সর্বোচ্চ উইকেট সংগ্রাহক হলেও, ম্যাচ খেলার নিরিখে ব্রাভোকে ছাড়িয়ে গেলেন চাহাল। আইপিএলে দু'জনেরই উইকেটসংখ্যা এখন ১৮৩ টি করে।

আইপিএল থেকে ইতিমধ্যেই অবসরে গেছেন ডোয়েন ব্রাভো। ১৬১ ম্যাচ খেলে এই ক্যারিবীয় তারকা উইকেট নিয়েছেন ১৮৩টি। অন্যদিকে ব্রাভোকে স্পর্শ করতে চাহালকে ম্যাচ খেলতে হয়েছে ১৯টি কম। অর্থাৎ আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ উইকেট সংগ্রাহক বনে যেতে চাহালের লেগেছে মাত্র ১৪২ ম্যাচ।

সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে গতরাতে ৪ ওভার বল করে চাহাল একাই নেন ৪ উইকেট। প্রোটিয়া তারকা হেনরিক ক্লাসেনের উইকেট নিয়ে চাহাল বনে যান আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ উইকেট শিকারি। ক্লাসেন ছাড়াও এদিন চাহাল তুলে নেন এইডেন মার্করাম, রাহুল ত্রিপাঠি ও আনমোলপ্রীত সিংয়ের উইকেট। 

 

-নট আউট/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

লিটনের পর সাকিবের ঠিকানা কলকাতায়

লিটন দাসের পর দ্বিতীয় ধাপে দল পেলেন টাইগার তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। ভিত্তিমূল...

আইপিএলে দল পেলেন লিটন দাস

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দল পেলেন টাইগার তারকা ব্যাটার লিটন দাস। প্রথম দফায় অ...

আইপিএল নিলামের চূড়ান্ত তালিকায় বাংলাদেশের ‘৪’

দেশী-বিদেশী সর্বমোট ৯৯১ জন ক্রিকেটার করেছিলেন নিবন্ধন। যার মধ্যে ছিল ৬ বাংলাদেশী ক্রি...