ঢাকা | মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩০ বৈশাখ ১৪৩১

বিপিএল নিয়ে বিস্ফোরক মন্তব্য সাকিবের

নট আউট ডেস্ক
প্রকাশিত: ৫ জানুয়ারী ২০২৩ ০৫:৩৮

সাকিব আল হাসান। ফাইল ছবি সাকিব আল হাসান। ফাইল ছবি

নট আউট ডেস্কঃ দুয়ারে কড়া নাড়ছে দেশের ক্রিকেটের সবচেয়ে বড় ফ্র‍্যাঞ্চাইজি লিগ, বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। নবম আসরের পর্দা উঠার কয়েক ঘণ্টা আগেই রীতিমতো বোমাই ফাটালেন দেশের ক্রিকেটের সবচেয়ে বড় আইকন সাকিব আল হাসান। ফরচুন বরিশালের জার্সিতে বিপিএল শুরুর আগে, বিপিএলের নীতিনির্ধারকদের কীর্তিকলাপে রীতিমতো হতাশ বিশ্বসেরা অলরাউন্ডার। 

সাকিবের মতে, বিপিএলের মান পড়ে গেছে কারণ এটার মান বাড়ানোর চিন্তা বা সদিচ্ছা ছিল না। এমনকি তাকে দায়িত্ব দেওয়া হলে নাকি, সব অনিয়ম, অব্যবস্থাপনা স্রেফ এক-দুই মাসের মধ্যেই ঠিক করে ফেলবেন বলেও জানান। চাইলেই সবকিছু সম্ভব বলে মনে করেন সাকিব।

সাকিবের ভাষ্যমতে, ‘আমাকে যদি প্রধান নির্বাহীর দায়িত্ব দেওয়া হয় বিপিএলের, আমার বেশিদিন লাগবে না। আমার ধারণা এক থেকে দুই মাস লাগবে সর্বোচ্চ সবকিছু ঠিক করতে, খুব বেশি হলে। দুই মাসও লাগার কথা নয়, দুই মাস অনেক দূরের কথা বলছি। ‘নায়ক’ সিনেমা দেখেছেন না? একদিনেও অনেক কিছু করা সম্ভব। যে করতে পারে, সে সব করতে পারে।’

সাকিব আরও বলেন, ‘সবকিছু বাদ দিয়ে আবার ড্রাফট হবে, অকশন হবে, ফ্রি টাইমে বিপিএল হবে, সব আধুনিক টেকনোলজি থাকবে। ব্রডকাস্ট ভালো থাকবে। হোম অ্যান্ড অ্যাওয়ে ভেন্যু থাকবে।’

একটা সময় অবশ্য বিপিএলের মানটা ছিল অনেক উপরে। আইপিএলের পরেই বিশ্বের দ্বিতীয় জনপ্রিয় ফ্র‍্যাঞ্চাইজি লিগ ভাবা হতো বিপিএলকে। তবে, সময়ের পরিক্রমায় বিপিএলকে টেক্কা দিয়ে গেছে বিগ ব্যাশ, পিএসএলের মতো ফ্র‍্যাঞ্চাইজি লিগ গুলো৷ এমনকি বিপিএলের মান নামতে নামিতে গিয়ে ঠেকেছে এলপিএলের নিচেও। সময় যত বাড়ছে বিপিএলের মান নিম্ন থেকে নিম্নতর হচ্ছে।

বিপিএলের মান কমা প্রসঙ্গে সাকিব বলেন, ‘আমার মনে হয় আমরা সৎ মনে কখনও চাইনি কিছু করতে এখন পর্যন্ত। বাজেট নেই কারণ আমরা বাজেট তৈরি করতে পারিনি। যদি তৈরি করতে পারতাম, মান অর্জন করতে পারতাম, অবশ্যই এই বাজেটটা অনেক বড় হওয়ার কথা ছিল।’

 

 

-নট আউট/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

লিটনের পর সাকিবের ঠিকানা কলকাতায়

লিটন দাসের পর দ্বিতীয় ধাপে দল পেলেন টাইগার তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। ভিত্তিমূল...

আইপিএলে দল পেলেন লিটন দাস

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দল পেলেন টাইগার তারকা ব্যাটার লিটন দাস। প্রথম দফায় অ...

আইপিএল নিলামের চূড়ান্ত তালিকায় বাংলাদেশের ‘৪’

দেশী-বিদেশী সর্বমোট ৯৯১ জন ক্রিকেটার করেছিলেন নিবন্ধন। যার মধ্যে ছিল ৬ বাংলাদেশী ক্রি...