ঢাকা | মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩০ বৈশাখ ১৪৩১

যেভাবে মিলবে বিপিএলের টিকিট

নট আউট ডেস্ক
প্রকাশিত: ৪ জানুয়ারী ২০২৩ ০২:০৩

ফাইল ছবি ফাইল ছবি

নট আউট ডেস্কঃ অপেক্ষার পালা শেষ হওয়ার পথে। দিন তিনেক বাদেই পর্দা উঠতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসরের। আসন্ন এই আসরকে নিয়ে ভক্তদের মধ্যে আগ্রহের কোন কমতি নেই। এবার বিপিএলের নবম আসরের টিকিটের মূল্য তালিকা প্রকাশ করা হয়েছে।

আগামীকাল (বুধবার) থেকে পাওয়া যাবে বিপিএলের প্রথম দিনের টিকিট। এবার টিকিটের মূল্য ধরা হয়েছে সর্বোচ্চ ১৫০০ টাকা এবং সর্বনিম্ন ২০০ টাকায় দেখা যাবে ম্যাচ। এই টিকিটেই দিনের দুটি ম্যাচ উপভোগ করতে পারবেন দর্শকরা।

বিপিএলের টিকিট পাওয়া যাবে দুইটি বুথে। বরাবরের মতো শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়াম এবং শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের ১ নং গেট থেকে টিকিট সংগ্রহ করতে পারবে দর্শকরা। ম্যাচের আগের দিন এবং ম্যাচের দিন ও পাওয়া যাবে টিকিট। সকাল সাড়ে ৯টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত কেনা যাবে টিকিট।

 

বিপিএলের ঢাকা পর্বের টিকিটের মূল্য তালিকা: 

গ্র্যান্ড স্ট্যান্ড- ১৫০০ টাকা

ভিআইপি স্ট্যান্ড- ১০০০ টাকা

ক্লাব হাউজ- ৫০০ টাকা

নর্থ/সাউথ স্ট্যান্ড- ৩০০ টাকা

ইস্টার্ন স্ট্যান্ড- ২০০ টাকা

 

-নট আউট/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

লিটনের পর সাকিবের ঠিকানা কলকাতায়

লিটন দাসের পর দ্বিতীয় ধাপে দল পেলেন টাইগার তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। ভিত্তিমূল...

আইপিএলে দল পেলেন লিটন দাস

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দল পেলেন টাইগার তারকা ব্যাটার লিটন দাস। প্রথম দফায় অ...

আইপিএল নিলামের চূড়ান্ত তালিকায় বাংলাদেশের ‘৪’

দেশী-বিদেশী সর্বমোট ৯৯১ জন ক্রিকেটার করেছিলেন নিবন্ধন। যার মধ্যে ছিল ৬ বাংলাদেশী ক্রি...