ঢাকা | মঙ্গলবার, ২১ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১

কোহলিকে ছোঁয়া হচ্ছে না বাটলারের, শঙ্কায় ওয়ার্নারের রেকর্ড

নট আউট ডেস্ক
প্রকাশিত: ৩০ মে ২০২২ ০৪:৪২

চলমান আইপিএলের সর্বোচ্চ রানের মালিক বাটলার। ফাইল ছবি চলমান আইপিএলের সর্বোচ্চ রানের মালিক বাটলার। ফাইল ছবি

নট আউট ডেস্কঃ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ইতিহাসে এযাবৎ কালে মাত্র তিনজন ব্যাটার, এক মৌসুমে পার করতে পেরেছেন ৮০০ রানের গণ্ডি। যাদের মধ্যে একজন রাজস্থান রয়্যালসের তারকা ইংলিশ ওপেনার জস বাটলার। চলমান আইপিএলে এই এলিট লিস্টে পা রাখেন তিনি।

এবার এই তারকা ক্রিকেটারের সামনে সুযোগ রয়েছে অজি ওপেনার ডেভিড ওয়ার্নারকে ছাড়িয়ে যাওয়ার। আইপিএলের ইতিহাসে এক মৌসুমে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় দুইয়ে আছেন ডেভিড ওয়ার্নার। আজ (রবিবার) আইপিএলের মেগা ফাইনানে ২৫ রান করলেই বাটলার টপকে যাবেন ওয়ার্নারকে। এছাড়া ২৬ রান করতে পারলে দ্বিতীয় ক্রিকেটার হিসেবে এক মৌসুমে বাটলার পূর্ণ করবেন ৮৫০ রানের গণ্ডি।

চলমান আইপিএলে বাটলার এখন পর্যন্ত সংগ্রহ করেছেন ১৬ ম্যাচে ৮২৪ রান। বাকি রয়েছে গুজরাট টাইটান্সের সঙ্গে আজকের মেগা ফাইনাল। তাই ওয়ার্নারের এক আসরে দ্বিতীয় সর্বোচ্চ ৮৪৮ রান টপকানোর সুযোগ থাকলেও রেকর্ড অক্ষত থাকছে বিরাট কোহলির। কেননা আইপিএলের এক আসরে সর্বোচ্চ ৯৭৩ রান করেছিলেন সাবেক এই ভারতীয় অধিনায়ক। তাই কোহলির এই রান টপকাতে বাটলারকে আজ খেলতে হবে অন্তত দেড় শ রানের ইনিংস। যা আপাতদৃষ্টিতে অসম্ভবই বলা চলে।

উল্লেখ্য, আজ রাতের ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামছে আইপিএলের পঞ্চদশ আসরের। ১০ দলের ৭৩ ম্যাচের লড়াই শেষে ফাইনাল নিশ্চিত করেছে গুজরাট টাইটান্স ও রাজস্থান রয়্যালস। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায়। আইপিএলের উদ্বোধনী আসরের শিরোপা জেতা রাজস্থানের সামনে সুযোগ, দ্বিতীয় শিরোপা ঘরে তোলার। অন্যদিকে প্রথমবার আইপিএল খেলতে এসেই চমক দিয়ে ফাইনালে উঠেছে গুজরাট টাইটান্স। 

 

-নট আউট/টিএ

 



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

লিটনের পর সাকিবের ঠিকানা কলকাতায়

লিটন দাসের পর দ্বিতীয় ধাপে দল পেলেন টাইগার তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। ভিত্তিমূল...

আইপিএলে দল পেলেন লিটন দাস

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দল পেলেন টাইগার তারকা ব্যাটার লিটন দাস। প্রথম দফায় অ...

আইপিএল নিলামের চূড়ান্ত তালিকায় বাংলাদেশের ‘৪’

দেশী-বিদেশী সর্বমোট ৯৯১ জন ক্রিকেটার করেছিলেন নিবন্ধন। যার মধ্যে ছিল ৬ বাংলাদেশী ক্রি...