ঢাকা | সোমবার, ২০ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১

হাসান কিংবদন্তি , ওকে দেখে শিখছি: অ্যান্ডারসন

নট আউট ডেস্ক
প্রকাশিত: ১৩ মে ২০২২ ০০:৩৬

ল্যাঙ্কাশায়ারের হয়ে মাঠ মাতাচ্ছেন হাসান আলী ও জিমি অ্যান্ডারসন। ছবি: সংগৃহীত ল্যাঙ্কাশায়ারের হয়ে মাঠ মাতাচ্ছেন হাসান আলী ও জিমি অ্যান্ডারসন। ছবি: সংগৃহীত

নট আউট ডেস্কঃ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) শুরুর আসরে অংশগ্রহণ ছিল পাকিস্তান ক্রিকেটারদের। এরপর রাজনৈতিক দ্বন্ধে অবশ্য সেই রাস্তা বন্ধ হয়ে যায় তাঁদের। তাই আইপিএল চলাকালীন আন্তর্জাতিক ব্যস্ততা খুব একটা না থাকায়, অনেকটা অবসর সময় কাটে হাসান আলী-মোহাম্মদ রিজওয়ানদের। তবে, এবার সেই অবসর সময়টাকেই কাজে লাগচ্ছেন পাক ক্রিকেটাররা। 

আইপিএলে যখন বসেছে তারার মেলা, ঠিক তখন ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেট মাতাচ্ছেন পাকিস্তানের প্রায় এক ডজন তারকা ক্রিকেটাররা। ব্যাটে বলে করছেন পারফর্মও। তাদের মধ্যে অন্যতম পেসার হাসান আলী। ল্যাঙ্কাশায়ারের হয়ে কাউন্টিতে খেলা এই পেসার রয়েছেন দুরন্ত ছন্দে।

চলমান কাউন্টি ক্রিকেটে গত মাসেই হাসান আলী নির্বাচিত হয়েছেন মাস সেরা ক্রিকেটার। এখন পর্যন্ত ২৪ উইকেট নিয়ে কাউন্টির এই মৌসুমে এখন পর্যন্ত সর্বোচ্চ উইকেটশিকারী বোলার। এদিকে ল্যাঙ্কাশায়ারের হয়ে হাসান সতীর্থ হিসেবে পেয়েছেন কিংবদন্তি ইংলিশ পেসার জিমি অ্যান্ডারসনকে। একসাথে ড্রেসিংরুম ভাগাভাগি করে এই ইংলিশ তারকার কাছ থেকে হাসান যে বোলিংয়ের নানা খুটিনাটি রপ্ত করছেন তা বলার অপেক্ষা রাখেনা।

এদিকে হাসানকে সতীর্থ হিসেবে পেয়ে বেজায় খুশি অ্যান্ডারসনও। বিবিসি রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে হাসান আলীকে কিংবদন্তি বলে সম্বোধন করেছেন এই ইংলিশ পেসার। এমনকি এই পাক পেসারের থেকে নাকি অনেক কিছুই শিখছেন অ্যান্ডারসন, জানিয়েছেন তিনি নিজেই।

বিবিসি রেডিও-৫ এর লাইভে অ্যান্ডারসন বলেন, ‘হাসান আলী একজন কিংবদন্তি এবং দুরন্ত বোলার। ও বেশ জোরে বল করে এবং প্রতিটি বলেই নিজের সবটা উজাড় করে দেয়। ওর সঙ্গে বোলিং করার অভিজ্ঞতাটা দারুণ। আগে খেলা হয়নি যাদের সঙ্গে, এমন খেলোয়াড়দের সঙ্গে খেললে, তাদের দেখে অনেক কিছু শেখা যায়। যদিও ও (হাসান আলী) আমায় অনেক বেশি প্রশ্ন করে, তবে আমিও ওর থেকে অনেক কিছু শিখছি।’

এই সময় যোগ করে অ্যান্ডারসন আরও বলেন, 'হাসান ক্রিকেট এবং বোলিং করা দুটো জিনিসই ভীষণ পছন্দ করে। যখন বিদেশি খেলোয়াড়রা কাউন্টিতে যখন চুক্তিবদ্ধ হয়, তখন ঠিক বোঝা যায় না ওরা অভিজ্ঞতা অর্জন করতে আসছে নাকি স্রেফ টাকার লোভে আসছে। তবে ওকে (হাসান আলী) যতটুকু দেখলাম, সে ক্রিকেটকেই খুব ভালবাসে। পারলে তো সারাদিনই বল করে, কখনও ক্লান্তি বা বিশ্রাম নেওয়ার খাতিরে কিন্তু অধিনায়ককে না করে না।’

 

 

-নট আউট/টিএ

 

 

 



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

লিটনের পর সাকিবের ঠিকানা কলকাতায়

লিটন দাসের পর দ্বিতীয় ধাপে দল পেলেন টাইগার তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। ভিত্তিমূল...

আইপিএলে দল পেলেন লিটন দাস

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দল পেলেন টাইগার তারকা ব্যাটার লিটন দাস। প্রথম দফায় অ...

আইপিএল নিলামের চূড়ান্ত তালিকায় বাংলাদেশের ‘৪’

দেশী-বিদেশী সর্বমোট ৯৯১ জন ক্রিকেটার করেছিলেন নিবন্ধন। যার মধ্যে ছিল ৬ বাংলাদেশী ক্রি...