ঢাকা | মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩০ বৈশাখ ১৪৩১

পন্টিংয়ের পর ফিজকে সেরার খেতাব দিলো ভারতীয় গণমাধ্যম

নিউজ ডেস্ক
প্রকাশিত: ১২ এপ্রিল ২০২২ ১০:৫৬

মুস্তাফিজুর রহমান। ফাইল ছবি মুস্তাফিজুর রহমান। ফাইল ছবি

নিউজ ডেস্কঃ চলতি আইপিএলে দিল্লির হয়ে দারুণ সময় কাটাচ্ছেন বাংলাদেশী মোস্তাফিজুর রহমান৷ তিন ম্যাচে দূর্দান্ত বল করে মন জয় করেছেন কোচ থেকে শুরু করে ভারতীয় গণমাধ্যমের৷ 

মোস্তাফিজ সর্বশেষ ম্যাচেও দারুণ বোলিং করেছেন৷ যদিও ঝুলিতে ছিল না কোন উইকেট৷ তবুও কলকাতা নাইট রাইডার্স-দিল্লি ক্যাপিটালস ম্যাচে মোস্তাফিজুর রহমানকে সেরা ক্রিকেটার বেছে নিয়েছে ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার অনলাইন।

পুরো ম্যাচে ৪ ওভারে উইকেট শূণ্য থাকলেও বল হাতে প্রতিপক্ষ ব্যাটারদের কঠিন পরীক্ষা নিয়েছেন ফিজ৷ তার ফলেই গণমাধ্যমের চোখে সেরা খেলোয়াড় বনে যান কাটার মাস্টার৷ 

২১৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই চাপে ছিলেন কেকেআর ক্রিকেটাররা। ওভার প্রতি প্রায় ১১ রান দরকার ছিল। নাইটরা আক্রমণাত্মক শুরু করবেন, এটাই প্রত্যাশিত ছিল। এই অবস্থায় মুস্তাফিজুরের হাতে নতুন বল তুলে দেন দিল্লির অধিনায়ক ঋষভ পন্থ। হতাশ করেননি মুস্তাফিজুর।

প্রথম বল থেকেই রাহানেকে অস্বস্তিতে রাখেন তিনি। প্রথম স্পেলের ২ ওভারে মাত্র ৫ রান খরচ করেন মুস্তাফিজুর। তিনি বল করার আগে যে বাইশ গজকে ব্যাটারদের স্বর্গরাজ্য মনে হচ্ছিল ৷ 

টি-টোয়েন্টি ক্রিকেটে বেশি রানের খেলায় কৃপণ বোলিং করে আনন্দবাজার অনলাইনের বিচারে ম্যাচের সেরা হলেন মুস্তাফিজুর রহমান।

 

-নট আউট/এমআরএস/টিএ

 



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

লিটনের পর সাকিবের ঠিকানা কলকাতায়

লিটন দাসের পর দ্বিতীয় ধাপে দল পেলেন টাইগার তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। ভিত্তিমূল...

আইপিএলে দল পেলেন লিটন দাস

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দল পেলেন টাইগার তারকা ব্যাটার লিটন দাস। প্রথম দফায় অ...

আইপিএল নিলামের চূড়ান্ত তালিকায় বাংলাদেশের ‘৪’

দেশী-বিদেশী সর্বমোট ৯৯১ জন ক্রিকেটার করেছিলেন নিবন্ধন। যার মধ্যে ছিল ৬ বাংলাদেশী ক্রি...