ঢাকা | বৃহঃস্পতিবার, ১৬ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১

৬ বছর পর রাহুলের প্রথমবার শূন্য

নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৯ মার্চ ২০২২ ২২:২১

৬ বছর পর রাহুলের প্রথমবার শূন্য। ফাইল ছবি। ৬ বছর পর রাহুলের প্রথমবার শূন্য। ফাইল ছবি।

নিউজ ডেস্কঃ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলের নতুন ফ্র্যাঞ্চাইজি লক্ষ্ণৌ সুপারজায়ান্টসের অধিনায়ক হয়েছেন লোকেশ রাহুল। গতকাল সোমবার নিজেদের প্রথম ম্যাচে গুজরাট টাইটান্সের মুখোমুখি হয় তারা। আর এই ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে ইনিংসের প্রথম বলেই আউট হয়ে যান রাহুল।

মোহাম্মদ শামির করা বল তার ব্যাটে আলতো চুমু খেয়ে উইকেটের পেছনে ম্যাথু ওয়েডের গ্লাভসবন্দি হয়। আম্পায়ার প্রথমে আউট দেননি। রিভিউ নেন শামি। ডিআরএসে দেখা যায় বল রাহুলের ব্যাটে লেগেছিল। তিনি আউট হয়ে যান শূন্যরানে, গোল্ডেন ডাক মেরে।

সবশেষ ২০১৬ সালে আইপিএলে তিনি ডাক মেরেছিলেন। ৬ বছর পর ২০২২ সালে আবার ডাক মারলেন। মধ্যে তিনি আইপিএলে ৫৬ ম্যাচ খেলেছেন। ৫৬ ম্যাচ পর ডাক মারলেন টপ অর্ডার এই ব্যাটসম্যান।

উল্লেখ্য, দুই অভিষিক্ত দলের এই লড়াইয়ে রাহুলের লক্ষ্মৌ সুপার জায়েন্টকে পাঁচ উইকেটে হারিয়েছে পান্ডিয়া-রশিদদের গুজরাট টাইটান্স।

 

- নট আউট/এমআরএস/ডব্লিউআর।



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

লিটনের পর সাকিবের ঠিকানা কলকাতায়

লিটন দাসের পর দ্বিতীয় ধাপে দল পেলেন টাইগার তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। ভিত্তিমূল...

আইপিএলে দল পেলেন লিটন দাস

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দল পেলেন টাইগার তারকা ব্যাটার লিটন দাস। প্রথম দফায় অ...

আইপিএল নিলামের চূড়ান্ত তালিকায় বাংলাদেশের ‘৪’

দেশী-বিদেশী সর্বমোট ৯৯১ জন ক্রিকেটার করেছিলেন নিবন্ধন। যার মধ্যে ছিল ৬ বাংলাদেশী ক্রি...