ঢাকা | শুক্রবার, ১৭ মে ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১

বৃষ্টির শঙ্কায় নতুন নিয়মে বিশ্বকাপ

নট আউট ডেস্ক
প্রকাশিত: ৮ নভেম্বর ২০২২ ২০:২১

ছবি সংগৃহীত ছবি সংগৃহীত

নট আউট ডেস্কঃ চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে বড়দলগুলোর জন্য আতঙ্কের নাম বৃষ্টি। কেননা অস্ট্রেলিয়ায় চলছে বৃস্টি মৌসুম। সুপার টুয়েলভে বেশ কয়েকটি ম্যাচ বাতিল হয়েছে। এছাড়াও ভেজা মাঠে খেলা নিয়ে হয়েচে বিতর্ক। সববিষয় মাথায় রেখে সেমিফাইনাল ও ফাইনালে নতুন নিয়ম এনেছে আইসিসি। একই সাথে রাখা হয়েছে রিজার্ভ ডে। 

 

আগামীকাল ০৯ নভেম্বর (বুধবার) প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে পাকিস্তান ও নিউজিল্যান্ড। এই ম্যাচ দিয়ে নতুন নিয়ম কার্যকর হবে। যা চলমান থাকবে দ্বিতীয় সেমিফাইনাল ও ফাইনালেও।

 

নতুন নিয়মে থাকছে বৃষ্টির কারনে ম্যাচ বাঁধাগ্রস্থ হলেও ফলাফল বের করতে ন্যূনতম ১০ ওভার খেলতে হবে। যদিও এই সংস্করণে ন্যূনতম পাঁচ ওভার খেলার নিয়ম। এছাড়াও বৃষ্টির কারনে নির্ধারিত দিনে খেলা অনুষ্ঠিত না হলে পরের দিন খেলা হবে। এরপরেও যদি সেমিফাইনাল ম্যাচ শেষ করা না যায় তবে পয়েন্ট টেবিলের শীর্ষ দল জায়গা পাবে ফাইনালে। 

 

এদিকে মেগা ফাইনাল নির্ধারিত দিন ও অতিরিক্ত দিনে শেষ না হলে দুই দলকে যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে। 

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

দ. আফ্রিকার হারে জমে উঠল সেমির লড়াই

শাদাবের অলরাউন্ডার নৈপুণ্যে জিতল পাকিস্তান। এই জয়ে সেমির স্বপ্ন

শ্বাসরুদ্ধকর ম্যাচে শেষ বলে হারল পাকিস্তান! 

শ্বাসরুদ্ধকর ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে হেরে বিশ্বকাপ মিশন শুরু করেছিল পাকি...

হারিসের ধারাবাহিকতায় ভাঙতে পারে বাবর-রিজওয়ান জুটি

যেভাবে হারিস ব্যাটিং করেছে, তার ভবিষ্যৎ উজ্জ্বল। অস্ট্রেলিয়ার মাটিতে সে সাউথ আফ্রিকার...