ঢাকা | শুক্রবার, ১৭ মে ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১

পাকিস্তানকে ফাইনালে দেখছেন ওয়াটসন

নট আউট ডেস্ক
প্রকাশিত: ৮ নভেম্বর ২০২২ ০৬:৫৫

ছবি সংগৃহীত ছবি সংগৃহীত

নট আউট ডেস্কঃ চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের পর্দা নামবে আগামী ১৩ নভেম্বর। এই মেগা ফাইনালে পাকিস্তাকে দেখছেন অস্ট্রেলিয়ার সাবেক অলরাউন্ডার শেন ওয়াটসন। 

 

ওয়াটসন বলেন, প্রথম দুই ম্যাচে হেরে সেমিফাইনালের আগেই বিদায় নেওয়ার শঙ্কায় ছিল পাকিস্তান। কিন্তু টানা তিন ম্যাচে তারা যেভাবে ক্রিকেট খেলেছে তাতে মনে হচ্ছে পাকিস্তানই ফাইনাল খেলবে।

 

ভারত-পাকিস্তান ফাইনালে খেলবে এমন মন্তব্য করেছে পাকিস্তান গ্রেট শোয়েব আখতার। ওয়াটসনও মনে করেন,  সবাই ভারত-পাকিস্তানকে ফাইনালে দেখতে পছন্দ করে। এর আগে তারা ২০০৭ সালের ফাইনালে খেলেছিল।

 

চলতি বিশ্বকাপে সুপার টুয়েলভে মুখোমুখি হওয়া ভারত-পাকিস্তান ম্যাচটি ব্যস্ততার কারণে মাঠে বসে দেখার সুযোগ হয়নি ওয়াটসনের। তিনি বলেন, আমি দুর্ভাগ্যবশত সুপার টুয়েলভে ভারত-পাকিস্তান ম্যাচটি মিস করি, কারণ আমি সেই সময় অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড ম্যাচ নিয়ে ব্যস্ত ছিলাম।

 

ভারত-পাকিস্তানের সেই ম্যাচ নিয়ে ওয়াটসন আরও বলেন, সেই ম্যাচটি না দেখার সুযোগ পেলেও অনেক রিপোর্ট দেখে জানতে পেরেছি ম্যাচটি রেকর্ড সংখ্যক মানুষ লাইভ দেখেছেন। ভারত-পাকিস্তান ম্যাচে বেশ উত্তেজনা ছিল।

 

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

দ. আফ্রিকার হারে জমে উঠল সেমির লড়াই

শাদাবের অলরাউন্ডার নৈপুণ্যে জিতল পাকিস্তান। এই জয়ে সেমির স্বপ্ন

শ্বাসরুদ্ধকর ম্যাচে শেষ বলে হারল পাকিস্তান! 

শ্বাসরুদ্ধকর ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে হেরে বিশ্বকাপ মিশন শুরু করেছিল পাকি...

হারিসের ধারাবাহিকতায় ভাঙতে পারে বাবর-রিজওয়ান জুটি

যেভাবে হারিস ব্যাটিং করেছে, তার ভবিষ্যৎ উজ্জ্বল। অস্ট্রেলিয়ার মাটিতে সে সাউথ আফ্রিকার...